ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক, ৩রাজুলাই,উত্তর দিনাজপুর: আবগারি দপ্তর গোপন সূত্রে খবর পেয়ে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা থানা এলাকার রানীগঞ্জে তল্লাশি চালিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার নকল ভেজাল বিদেশি মদ, নানান রকমের মদের লেবেল, মদ বানানোর সামগ্রী উদ্ধার করল। বাংলা ও বিহার সিমান্তের ডালখোলা থানার রানীগঞ্জে এই অভিযান চালায় আবগারি দপ্তর।
স্থানীয় বাসিন্দাদের সুত্রে যানা গেছে, যে ভেজাল মদের কারখানায় আবগারি দপ্তর অভিযান চালিয়েছে ওই গোডাউনটি সমর সিংহ,জীবন স্বর্নকার, রাজু পাঠক এবং উজ্জ্বল সিংহ নামের ব্যক্তিরা ভাড়া নিয়ে এই ব্যবসা চালাতেন।এলাকায় তাদের দাপটের কারনে সাধারণ মানুষ সামনে এসে প্রতিবাদ করতে পারেননি।
আবগারি দপ্তর এবং ডালখোলা থানার পুলিসের যৌথ অপারেশন চালানোর ফলে স্থানীয় বাসিন্দারা যথেষ্ট খুশি হয়েছেন। তারা পুলিশ এবং আবগারি দপ্তর কে ধন্যবাদ জানান। আবগারি দপ্তর সূত্রে জানানো হয়েছে বেআইনিভাবে মদ মজুদ,মদ বিক্রি এবং ভেজাল মদের কারবারি দের বিরুদ্ধে অভিযান চলছে এবং মিলছে সাফল্য। সাধারণ মানুষ আবগারি বিভাগ এবং পুলিশকে যথেষ্ট সাহায্য করছে বলেও জানান আবগারি বিভাগ এবং ডালখোলা থানার পুলিশ।