ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,২১জুলাই,শিলিগুড়ি: গাড়িতে ভুয়ো নম্বরপ্লেট লাগিয়ে দিব্যি চলছিল ঘোরাঘুরি। শহরের বুকে থাকা দোকান থেকেই লাগানো হচ্ছিল ভুয়ো নম্বরপ্লেট। এবার ওই দোকানে অভিযান চালালো পুলিশ।শিলিগুড়ির সেবক রোড এলাকায় একটি দোকানে অভিযান চালিয়ে ভুয়ো নম্বরপ্লেট, সীলমোহর স্টিকার উদ্ধার করল পুলিশ।ঘটনায় একজনকে আটক করা হয়েছে।
শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ সূত্রের খবর, মাটিগাড়ায় একটি ভুয়ো নম্বরপ্লেট লাগানো পিকআপ ভ্যান আটক করে পরিবহণ দপ্তরের আধিকারিকেরা। এরপরই গাড়ি চালককে জিজ্ঞাসাবাদ করে তারা জানতে পারেন সেবক রোডের একটি দোকান থেকে সে ঐ নম্বরপ্লেট লাগিয়েছে ।বিষয়টি পরিবহন দফতরের তরফে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশকে জানানো হয়।
পরিবহন দপ্তর এর কাছ থেকে ওই অভিযোগ পাওয়া মাত্র মঙ্গলবার সন্ধ্যায় সেবক রোডের ওই দোকানটিতে অভিযান চালায় পুলিশ। ভুয়ো নম্বরপ্লেট সহ প্রচুর স্টিকার উদ্ধার করে পুলিশ।ঘটনায় দোকান মালিককে আটক করা হয়েছে।পুলিশ সূত্রে জানা গিয়েছে তাকে জিজ্ঞাসাবাদ চলছে এবং তিনি কি ভিত্তিতে ওই গাড়িতে নম্বর প্লেট লাগিয়েছিলেন সেই বিষয়টি নিয়ে তদন্ত চলছে।