তনময় চক্রবর্তী,৭জুলাই,শিলিগুড়ি: শিলিগুড়ি পুলিশ কমিশনারেট এর ভক্তিনগর থানার পুলিশের অভিযানে প্রচুর পরিমাণে নকল ফিনাইল সমেত গ্রেফতার তিন।মঙ্গলবার বিকেলে ভক্তিনগর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালায় শিলিগুড়ির পৌর কর্পোরেশন 39 নম্বর ওয়ার্ডের হায়দার পাড়া ঘুঘনি মোড়ের কাছে একটি অবৈধ নকল ফিনাইল কারখানায়।
পুলিশ ওই বেআইনি ফিনাইল তৈরির কারখানা থেকে তিনজনকে গ্রেপ্তার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে গ্রেপ্তার হওয়া তিনজনের নাম ভারতী দাশ, টুম্পা দাস এবং রিন্টু ঘোষ । পুলিশ ওই কারখানা থেকে 276 বোতল নকল ফিনাইল এবং ফিনাইল প্রস্তুতির নানান সরঞ্জাম এবং খালি বোতল উদ্ধার করেছে। ধৃত তিনজনের বিরুদ্ধে ৪১৭ / ৪১৯ / ৪২০ / ২৯০ আইপিসি ধারায় মামলা করা হয়। গ্রেপ্তার হওয়া তিন জনকে বুধবার জলপাইগুড়ি আদালতে তোলা হয়।