Friday, December 1, 2023
Home উত্তরবঙ্গ করোনা পরীক্ষার নামে কি চলছে শহর শিলিগুড়িতে জানুন

করোনা পরীক্ষার নামে কি চলছে শহর শিলিগুড়িতে জানুন

শিলিগুড়ি,৯জুন,প্রসেনজিৎ রাহা:  বাড়িতে গিয়ে করোনার নমুনা সংগ্রহ করে দেওয়া হচ্ছিল ভুয়ো রিপোর্ট। ইন্টারনেট ক্যাফেতে বসে তৈরি করা হচ্ছে করোনার ভূয়ো রিপোর্ট। শিলিগুড়িতে এমনই ঘটনায় গ্রেফতার বিশাল দত্ত নামে এক যুবক। শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশ গ্রেফতার করল ঐ প্রতারক যুবককে।

গত কয়েকমাসে বহু মানুষকে এভাবেই প্রতারিত করে সে।মাটিগাড়ার বাসিন্দা বিশাল দত্ত বাড়ি বাড়ি গিয়ে কোভিড পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করত এবং তারপর নিজে থেকেই রিপোর্ট বানিয়ে দিত গ্রাহকদের। শিলিগুড়ি শহরের একটি নামকরা ল্যাবে কাজ করতো সে । ওই ল্যাবে ফেব্রুয়ারি মাসে ঠিক একই কর্মকাণ্ড ঘটানোতে তাকে কাজ থেকে বের করে দেওয়া হয়। তারপর পর ওই ল্যাবেরই নাম করে ভুয়ো রিপোর্ট তৈরি করে মানুষকে দিত বিশাল দত্ত।

শিলিগুড়ি থানার পানিট্যাঙ্কি আউটপোস্ট এলাকার এক ব্যক্তির কয়েকদিন আগে করোনার পরীক্ষা করানো হয়। কিন্তু রিপোর্ট আসতে দেরি হওয়ায় ওই ব্যক্তির পরিবার বিশাল যে ল‍্যাবের নাম করে এসেছিল সেই ল্যাবে করোণা পরীক্ষার রিপোর্ট আনতে যায়। কিন্তু ওই ল্যাবে গিয়ে অসুস্থ রোগীর পরিবারের লোকজন জানতে পারেন উনাকে দেওয়া মানি রিসিপ্ট টি ভূয়ো। এবং এই ল্যাব থেকে জানানো হয় বিশাল দত্তকে তারা কাছ থেকে বহিষ্কার করেছেন। তখনই অসুস্থ রোগীর পরিবারের কাছে সবকিছু পরিষ্কার হয়ে যায়। খোজ খবর করতেই জানা যায় আরো বেশ কয়েকজন এর ক্ষেত্রে একই ঘটনা ঘটেছে।

বিশাল দত্ত বিভিন্ন সূত্র কে কাজে লাগিয়ে বিভিন্ন বাড়িতে গিয়ে করোনা আক্রান্ত সন্দেহ থাকা রোগীর করোনা পরীক্ষা করানোর নামে দেড় হাজার টাকা করে নিত এবং ইন্টারনেট ক্যাফেতে বসে নিজেই রিপোর্ট তৈরি করে তাদের হাতে পৌঁছে দিত। এভাবে বেশ কয়েকজনকে প্রতারণা করেছে সে। অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পানিট্যাঙ্কি আউটপোস্ট। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।বুধবার অভিযুক্তকে শিলিগুড়ি আদালতে তোলা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments