ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১২আগস্ট,কোচবিহার: বড় সাফল্য পেল কোচবিহার জেলা পুলিশ। মঙ্গলবার গভীর রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে কোচবিহার কোতোয়ালি থানার পুলিশের একটি দল সৌরভ সিংহ রায় নামে এক যুবককে গ্রেফতার করে। ওই যুবকের কাছ থেকে তিনটি নাইন এমএম পিস্তল, 6 টি ম্যাগজিন সহ 20 টি গুলি উদ্ধার করে পুলিশ।
কোচবিহার জেলা পুলিশ সুপার সুমিত কুমার জানান কুচবিহার জেলা জুড়ে একটি গ্রুপ রয়েছে যারা ভিন রাজ্য থেকে আগ্নেয়াস্ত্র নিয়ে এসে তা বিক্রি করে। তাদের উপর বিশেষভাবে নজরদারি চালিয়েছে কোচবিহার জেলা পুলিশের ক্রাইম বিভাগ। উদ্ধার হওয়া পিস্তল ও গুলি বিহারের বেগুসরাই থেকে নিয়ে আসার পথে কোচবিহারে প্রবেশ করলে কোচবিহার জেলা পুলিশের হাতে ধরা পড়ে আগ্নেয়াস্ত্র সহ দিনহাটার ছোট শালমারি এলাকার নিবাসী সৌরভ সিংহ রায়।
বুধবার তাকে কোচবিহার আদালতে তোলা হয়। পাশাপাশি এই আগ্নেয়াস্ত্র সে কিকারনে নিয়ে এসেছে, এবং এই চক্রে কারা কারা জড়িত সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।