ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৮আগস্ট,শিলিগুড়ি: পিস্তল ও ২ রাউন্ড তাজা কার্তুজ সহ ১ যুবককে গ্রেপ্তার করল দার্জিলিং জেলার বিধাননগর থানার পুলিশ। ধৃতের নাম মহম্মদ মাহমুদউল্লাহ। বয়স ২৫। সে পেটকির বাসিন্দা।
শনিবার রাতে সাপটিগুড়িতে পেট্রোলিং করছিল বিধাননগর থানার পুলিশ। এরপর ওই যুবকের গতিবিধি দেখে সহেন্দ হয় পুলিশের। এবং সে পুলিশ দেখে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন পুলিশ তাড়া করে ওই যুবককে আটক করে। এবং তল্লাশি চালাতেই তার কাছ থেকে ১টি পিস্তল ও ২টি তাজা কার্তুজ উদ্ধার হয়।
ধৃতের মোটরবাইকটিও পুলিশ আটক করেছে। পুলিশ খতিয়ে দেখছে কেন আগ্নেয়াস্ত্র নিয়ে ঘুরছিল সে এবং তার উদ্দেশ্য কি ছিল l রবিবার ধৃতকে শিলিগুড়ি আদালতে তোলা হয়।