শিলিগুড়ি,২৪মে,প্রসেনজিৎ রাহা: শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ভক্তিনগর থানার পুলিশের কাছে রবিবার রাতে গোপন সূত্রে খবর আসে শালুগাড়া বিএসএফ ছাউনি পার্শ্ববর্তী পথে এক ব্যক্তি প্রচুর মাদকসহ অপেক্ষারত। এই খবর পাওয়া মাত্র অভিযান চালায় ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী এবং ঘটনাস্থল থেকে মিন্টু রায় নামে এক যুবককে গ্রেপ্তার করা হয় তার বাড়ি বিবেকানন্দ নগরে, তার হেফাজত থেকে উদ্ধার হয় ৪৩ বোতল কফ সিরাপ।
মিন্টু রায়কে জিজ্ঞাসাবাদ করে তার কাছ থেকে পুলিশ এক ওষুধ ব্যবসায়ী বাপি বর্মন এর খোঁজ পায় এরপর তাকেও জিজ্ঞাসাবাদ করে এবং তার বাড়িতে তল্লাশি চালিয়ে প্রায় ৪০ বোতল কাফ সিরাপ উদ্ধার করে ও এই ঘটনার সাথে যুক্ত আরও তিনজনের খোঁজ পায় এবং তৎক্ষণাৎ তাদের গ্রেপ্তার করে এবং তাদের কাছ থেকেও নিষিদ্ধ কাফ সিরাপ উদ্ধার করা ভক্তিনগর থানার সাদা পোশাকের পুলিশ বাহিনী
ধৃতদের নাম নিখিল সেঞ্চুরি, এসকে সাদ্দাম এবং মদন প্রধান। এই তোদের কাছ থেকে উদ্ধার হয়েছে নেশার কাফ সিরাপ, অভিযুক্তদের সোমবার জলপাইগুড়ি আদালতে পাঠানো হবে বলে জানা গিয়েছে, ধৃত ৫ অভিযুক্ত বেআইনিভাবে এই কাফ সিরাপ কোথা থেকে পাচ্ছিল তা জানতে তদন্ত শুরু করেছে ভক্তিনগর থানার পুলিশ।