পরিমল রায়,৭জুলাই, শিলিগুড়ি: দুটি ছোটো গাড়ির মুখামুখি সংঘর্ষে গুরুতর জখম হলেন ৫জন৷ ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাতে শিলিগুড়ি শহরের বাগডোগরা থানার অন্তর্গত গোসাইপুর এলাকার এশিয়ান হাইওয়ে—২ তে ৷ দুটি ছোটো গাড়ির মুখামুখি সংঘর্ষের ঘটনায় বেশ কিছুক্ষন বন্ধ থাকে এশিয়ান হাইওয়ে—২এর সড়ক যোগাযোগ ব্যবস্থা৷ জানা গেছে দুটি গাড়ির মধ্যে একটি গাড়ি বেসরকারি ব্যাঙ্কের যেটি বাগডোগরা থেকে শিলিগুড়ি অভিমুখে আসছিসো ৷ অন্য ছোটো গাড়িটি শিলিগুড়ি থেকে বাগডোগরা অভিমুখে যাচ্ছিল৷
স্থানীয় সুত্রে জানা গেছে বেসরকারি ব্যাঙ্কের ছোটো গাড়িটি ভিষন গতিতে ছিলো। এইসময় রাস্তায় হঠাৎ করে একটি গরু চলে আসে৷ গরুকে বাচাঁতে গিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রন করতে না পেরে গাড়ির চালক রাস্তার রেলিং এর উপর দিয়ে গিয়ে বিপরীত অভিমুখে থাকা ছোটো গাড়ির উপরে গিয়ে পড়ে ৷দুটি গাড়িতে থাকা মোট ৫জন যাত্রী সবাই গুরুতর ভাবে জখম হয়েছেন৷
এরপর দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌছায় বাগডোগরা থানার পুলিশ ৷ স্থানীয় মানুষ এবং বাগডোগরা পুলিশ গাড়ি দুটিতে থাকা জখম মানুষদের উদ্ধার করে তাদের প্রাথমিক চিকিৎস্যার জন্য প্রথমে বাগডোগরা হাসপাতালে পাঠায়৷ প্রাথমিক চিকিৎস্যার পর তাদের উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে রেফার করা হয়৷ দুটি গাড়ির সংঘর্ষের ফলে বন্ধ হয়ে যায় এশিয়ান হাইওয়ে—২এর যোগাযোগ ব্যবস্থা৷পরে বাগডোগরা থানার পুলিশ গাড়ি দুটিকে ক্রেন দিয়ে সরিয়ে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করে৷