প্রসেনজিৎ রাহা,১৪ আগস্ট, দক্ষিণ ২৪ পরগনা: বিয়ে বাড়ি যাওয়ার পথে অটো ও বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল অটোর ৫ যাত্রীর। এই দুর্ঘটনায় গুরুতর জখম হয়েছেন আরও ৬জন। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ফলতা থানা এলাকার ১১৭ নম্বর জাতীয় সড়কের উপর। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ফলতা ও ডায়মন্ড হারবার থানার পুলিশ।
স্থানীয়রা তড়িঘড়ি আহতদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। আহতদের ডায়মন্ড হারবার মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জন কে মৃত বলে ঘোষণা করে।ফলতা ও ডায়মন্ড হারবার থানার পুলিশ মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার রাতে একটি ডিজেল অটোতে করে
বঙ্গনগরে একটি বিয়ে বাড়িতে যাচ্ছিল দোস্তিপুর এলাকা থেকে বেশ কয়েকজন।১১৭ নম্বর জাতীয় সড়কের উপর শিবানীপুরের কাছে কলকাতার দিক থেকে আসা একটি বাস আটোতে আচমকা ধাক্কা দিয়ে বেরিয়ে যায়৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় আটোর চালক সহ ৫ জনের। গুরুতর জখম হন বাকি যাত্রীরাও।
খবর পেয়েই ফলতা থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জখমদের উদ্ধার করে ডায়মন্ড হারবার মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। গুরুতর আহত ৬ যাত্রীর বর্তমানে চিকিৎসা চলছে। পুলিশ জানিয়েছে মৃতদের নাম সুখেন্দু কয়াল, আকাশ মন্ডল, রোহন মন্ডল, প্রিয়ব্রত শিকদার, কৃষ্ণ মন্ডল। প্রত্যেকের বাড়ি ফলতা থানা মনসার হাট এলাকায় বলে জানা গিয়েছে।
অন্যদিকে ঘাতক গাড়িটির খোঁজ চালাচ্ছে পুলিশ। আর এই ভয়ঙ্কর দুর্ঘটনার ছবি একটি সিসিটিভি ক্যামেরায় বন্দি হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে পুলিশ প্রশাসন ঘটনার তদন্ত শুরু করেছে। অপরদিকে দুর্ঘটনায় ৫ জনের মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।