শিলিগুড়ি,১৩জুন,অভিষেক সিনহা: রাজ্য চলা লকডাউন এর জেরে ক্রমশই বাড়ছে ছোট-বড় চুরি ডাকাতির ঘটনা। মাঝেমধ্যেই পুলিশের জালে ধরা পড়ছে ওই সমস্ত অপরাধের সঙ্গে যুক্ত অপরাধীরা। তারপরও লাগাতার ঘটেই চলেছে এই ধরনের অপরাধমূলক কার্যকলাপ শনিবার ফের একবার ডাকাতির ছক বানচাল করতে সক্ষম হল শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ।
শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের মাটিগাড়া থানার পুলিশ শনিবার গভীর রাতে শিলিগুড়ি শহর সংলগ্ন হিমাচল বিহার এলাকায় অভিযান চালিয়ে ডাকাতির আগেই ডাকাত দলের ৫পাণ্ডাকে গ্রেপ্তার করলো। পুলিশ সূত্রে খবর, ১০/১৫ জনের একটি ডাকাত দল শনিবার রাতে ডাকাতির উদ্দ্যেশে মাটিগাড়া থানার অন্তর্গত হিমাচল বিহার এলাকায় জড়ো হয়েছিল,সেই সময় গোপনসূত্রে খবর পেয়ে মাটিগাড়া থানার পুলিশ ওই এলাকায় হানা দিয়ে তাদের মধ্যে থেকে ৫ জনকে গ্রেপ্তার করতে সফল হয় পুলিশ। তবে পুলিশের গাড়ি দেখে বাকিরা পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেপ্তার হওয়া পাঁচ দুষ্কৃতিদের কাছ থেকে বেশ কিছু ধারাল অস্ত্র উদ্ধার করেছে পুলিশ।ধৃত পাঁচ দুষ্কৃতিদের নাম আকবর ইসলাম, আশিস থাপা, বাহাদুর রাই, আক্তারুল, ধৃত চার জন শিলিগুড়ির বাসিন্দা বলে জানা গেছে। অপর দুষ্কৃতি মুন্না শাহ চোপড়ার বাসিন্দা।ধৃত পাঁচজনকেই রবিবার শিলিগুড়ি আদালতে তোলা হয়।গ্রেপ্তার হওয়া পাঁচ দুষ্কৃতিকে জিজ্ঞাসাবাদ করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।