জনার্দন রায়, ৯আগস্ট, ধূপগুড়ি: বৃষ্টির মধ্যে সোমবার সাতসকালে নিয়ন্ত্রণ হারিয়ে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে আহত হল ৪ জন। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয় ১জন। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির বৈরাতিগুড়ি হাই স্কুল সংলগ্ন এলাকায়। সোমবার সকালবেলায় মটরবাইকে করে এক ছাত্রী প্রাইভেট টিউটরের যাচ্ছিল তার অভিভাবকের সাথে।
ঠিক উলটো পাশ থেকে আরেকটি মোটর বাইকে দুজন বাজার করে বাড়ি ফিরছিল। বৈরাতীগুড়ি হাই স্কুল সংলগ্ন সৎসঙ্গ পাড়ার মোড়ে মুখোমুখি সংঘর্ষ হয় দুটি গাড়ির। ছিকটে চারজনেই পড়েরাস্তার উপর, ঘটনায় একজন গুরুতর আহত হন। বিকট শব্দে ও আর চিৎকার শুনে আশেপাশের দোকানদাররা ছুটে আসেন, আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় ধূপগুড়ি হাসপাতাল।সেখানে প্রাথমিক চিকিৎসার পর তিন জনকে ছেড়ে দিলেও একজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে শিলিগুড়ি রেফার করা হয়।