দেবাশীষ দাস, ৪সেপ্টেম্বর, ইসলামপুর: লড়ি ও ট্র্যাক্টরের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত চারজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুরের ইসলামপুরের ইলুয়াবাড়ি এলাকা ৩১ নম্বর জাতীয় সড়কে। একই লেনে দ্রুতগামী দুটি গাড়ি চলে আসায় এই দুর্ঘটনা বলে স্থানীয়দের দাবী। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী ও ইসলামপুর থানার পুলিশ। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। আহতদের ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
স্থানীয়রা জানিয়েছেন, একটি লড়ি শিলিগুড়ি থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। এবং ইট বোঝাই একটি ট্র্যাক্টর রায়গঞ্জ থেকে শিলিগুড়ির উদ্দ্যেশ্যে যাচ্ছিল। প্রত্যক্ষদর্শীরা জানান ইসলামপুর বাইপাসের ইলুয়াবাড়ি এলাকায় ৩১ নম্বর জাতীয় সড়কে একই লেনে চলে আসে দুটি গাড়ি। দুটো গাড়ির অত্যন্ত দ্রুতগতিতে থাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই লড়ির চালকের মৃত্যু হয়। আহত হয় চারজন। আহতদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক।
স্থানীয়দের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে পুলিশ ও দমকল পৌঁছে উদ্ধার কাজ শুরু করে। গুরুতর যখম অবস্থায় ট্র্যাক্টরের চালকসহ তিনজনকে ইসলামপুর মহকুমা হাসপাতালে পাঠানো হয়। মৃতব্যক্তি কে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতাল মর্গে পাঠায়। কি ভাবে একই লেনে দুটি গাড়ি চলে এসে দুর্ঘটনা টি ঘটলো তার তদন্তে নেমেছে ইসলামপুর থানার পুলিশ।