শিলিগুড়ি,২৫এপ্রিল,গৌতম সিংহঃ গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে বড়সড় সাফল্য পেল জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ থানার পুলিশ।পশু লাইভস্টক পারমিট না থাকার অভিযোগে ৪ ট্রাক ভর্তি গবাদি পশু উদ্ধার করার পাশাপাশি পাচারের অভিযোগে নজনকে গ্রেপ্তার করল রাজগঞ্জ থানার পুলিশ। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযানে নেমে রবিবার রাত প্রায় একটা নাগাদ বেলাকোবা এলাকা থেকে ওই চারটি ট্রাক থেকে ১১৬ টি গবাদি পশু উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ট্রাকের চালক ও সহকারী চালক সহ নজনকে গ্রেপ্তার করে রাজগঞ্জ থানার পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিহার থেকে চার ট্রাক গবাদি পশু বেআইনিভাবে নিয়ে যাওয়ার সময় বিষয়টি পুলিশের নজরে পড়ে।এরপরই বেলাকোবা এলাকায় ট্রাকগুলিকে দাঁড় করানো হয়।এরপর ট্রাকগুলোতে থাকা ধৃতদের কাছে বৈধ কোনো নথি না থাকায় গবাদিপশুগুলিকে উদ্ধারের পাশাপাশি ট্রাকগুলিকে বাজেয়াপ্ত করা হয়।গ্রেপ্তার করা হয় চালক ও সহকারী চালক সহ মোট ৯ জনকে । রাজগঞ্জ থানার পুলিশ জানিয়েছে, গবাদিপশু পরিবহনের ক্ষেত্রে লাইভস্টক পারমিট থাকা আবশ্যক। কিন্তু এ ক্ষেত্রে তা ছিল না।তাই এদের আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। ধৃতদের আজ আদালতে তোলা হয়।