শিলিগুড়ি,২৫মে,জহিরুল হক: স্বল্প খরচে পেয়ে যান অ্যাম্বুলেন্স এবং শববাহী গাড়ির পরিষেবা।পাশাপাশি আপনি যদি কোভিড আক্রান্ত হন সেক্ষেত্রে আপনার বাড়িতে পৌঁছে যাবে করোনার সমস্ত ওষুধ এবং পুষ্টিকর খাবার।
হ্যাঁ,শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে করোনায় আক্রান্ত ব্যক্তিদের জন্য এমনই পদক্ষেপ নেওয়া হলো, করোণায় আক্রান্ত এবং মৃত্যুর সংখ্যা প্রতিদিনই বাড়ছে গোটা দেশের পাশাপাশি রাজ্যে, অনেক ক্ষেত্রেই এ্যাম্বুলেন্স এবং শববাহী গাড়ি পাওয়ার ক্ষেত্রে দেখা দিয়েছে সমস্যা। আর সেই কারণেই শিলিগুড়ির এই স্বেচ্ছাসেবী সংগঠন দুটি শববাহী গাড়ি এবং একটি অ্যাম্বুলেন্স একেবারে স্বল্প খরচে পরিষেবা দেবার অঙ্গীকারবদ্ধ হল।
পাশাপাশি কোভিড আক্রান্তদের সমস্ত রকমের অসুধ এবং পুষ্টি জাতীয় খাদ্য দ্রব্য বাড়িতে পৌঁছে দেবার সিদ্ধান্ত নিল। মঙ্গলবার সেই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করেন শিলিগুড়ি পুরো নিগমের প্রশাসক গৌতম দেব।সমগ্র দেশে যেভাবে করণায় আক্রান্তের সংখ্যা দিনে দিন বৃদ্ধি পাচ্ছে প্রচুর মানুষকে হাসপাতালে ভর্তি করতে হচ্ছে।যেখানে সবচাইতে বড় সমস্যা অ্যাম্বুলেন্স। অপরদিকে মৃত করোণা আক্রান্ত রোগীদের শেষকৃত্য করতে নিয়ে যাওয়ার জন্য মিলছে না শবদাহ গাড়ি।
অনেক ক্ষেত্রে অভিযোগ উঠছে অ্যাম্বুলেন্স চালক এবং মৃতদেহ বাহি গাড়ির চালকরা সাধারণ মানুষের থেকে অন্যায় ভাবে প্রচুর টাকা আদায় করছে। এতে সমস্যায় পড়েছেন সাধারণ মানুষজন। এই কারণেই শিলিগুড়ি শহর এবং পার্শ্ববর্তী ডাবগ্রাম ফুলবাড়ি এলাকার মানুষকে সাহায্য করতে এগিয়ে এলো শিলিগুড়ির এই স্বেচ্ছাসেবী সংগঠন টি।একেবারেই যারা দরিদ্রসীমার নিচে রয়েছেন তাদের জন্য সম্পূর্ণ বিনামূল্যে এই পরিষেবা দেওয়া হবে বলে জানিয়েছেন ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি তথা তৃণমূল কংগ্রেস নেতা গৌতম গোস্বামী।