জলপাইগুড়ি,২৪ এপ্রিল, জনার্দন রায়ঃ পেট্রোলের দাম ১০০ ছুঁই ছুঁই । আর তখন যদি পাড়ায় বিনামূল্যে পাওয়া যায় পেট্রোল, তখন কি আর কেউ বাড়িতে বসে থাকে? ঠিক এমনই ছবি ধরা পড়ল জলপাইগুড়ি জেলার ধুপগুড়িতে। শনিবার সকালে খবর ছড়িয়ে পড়ে ধূপগুড়ির দেওমালি এলাকায় দুর্ঘটনার কবলে পড়েছে একটি তেলের ট্যাঙ্কার। আর সেই খবর পেতেই ওই এলাকার যুবকেরা কেউ জার কেউবা বালতি নিয়ে দৌড়ে গেলেন দুর্ঘটনাগ্রস্ত ট্যাঙ্কারের দিকে। লক্ষ্য একটাই নিজেদের মোটরবাইক,গাড়ির জন্য পেট্রোল জোগাড় করে নেওয়া ।
আর ওই পড়ে যাওয়া ট্যাংকার থেকে তেল চুরির হিড়িক দেখে স্তম্ভিত হয়ে গেলেন অনেকেই । পুলিশ এবং দমকল বাহিনী না আসা পর্যন্ত চলল এই তেল চুরির হিড়িক।অন্তত একদিনের বাইক স্কুটির খরচ তো বেঁচে যাবে, এই লোভেই তেলের ট্যাংকার পড়ার খবর পেতেই আশপাশের প্রচুর মানুষ ভিড় জমান তেল সংগ্রহ করতে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ধূপগুড়ি থেকে গয়েরকাটার দিকে যাচ্ছিল তেল বোঝাই ট্যাঙ্কারটি। সেই সময় সোনাখালির কাছে নিয়ন্ত্রণ হারিয়ে তেল বোঝাই গাড়িটি রাস্তার পাশে উল্টে যায়।এরপরই গাড়ি থেকে তেল বের হতে শুরু করে।আর তা দেখেই তেল লুঠ শুরু হয়। স্থানীয়রা তেল নেওয়ার জন্য ভিড় জমায় সেখানে।আর এর ফলে যে কোনো মুহূর্তে বড়সড় দুর্ঘটনা ঘটনার সম্ভাবনা দেখা দেয়। স্থানীয় বাসিন্দাদের তরফে খবর দেওয়া হয় ধূপগুড়ির দমকল বাহিনী এবং ধুপগুড়ি থানার পুলিশকে।খবর পেয়েই ধূপগুড়ির দমকল বাহিনী ঘটনাস্থলে গিয়ে উল্টে যাওয়া তেলের ট্রাঙ্কারটিতে জল দেয়। এরপর ঘটনাস্থলে ছুটে আসে ধুপগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী। পুলিশ বাহিনীর তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।ফাঁকা করে দেওয়া হয় গোটা এলাকা।এরপর পুলিশ,দমকল বাহিনীর সহায়তায় গাড়িটিকে তুলতে সক্ষম হয়।তবে এই ঘটনায় কোন হতাহতের খবর নেই।