জাহিরুল হক, ১২ সেপ্টেম্বর, শিলিগুড়ি: সরকারি প্রকল্পের সুবিধা নিতে এসেই সরকারি সম্পত্তি ভাঙচুর সুবিধাভোগীদের। লজ্জাজনক এই ঘটনা ঘটলো শিলিগুড়ি শহর লাগোয়া ফুলবাড়ীতে। রাজ্য জুড়ে চলছে দুয়ারের সরকারের ক্যাম্প। সে মতোই রবিবার ডাব গ্রাম ফুলবাড়ী বিধানসভা কেন্দ্রের দুই নম্বর ফুলবাড়ি গ্রাম পঞ্চায়েতের সরকারি আবাসন পথেরসাথী বিল্ডিংএ বসেছিল দুয়ারের সরকারের ক্যাম্প।
সেখানে গ্রাহকরা স্বাস্থ্য সাথীর কার্ডের জন্য সকাল থেকেই ভিড় জমিয়েছিলেন। কিছুক্ষণ শান্তভাবে ফর্ম ফিলাপের কাজ চললেও হঠাৎই লাইন ভাঙ্গা কে কেন্দ্র করে ক্ষিপ্ত হয়ে ওঠে দুয়ারে সরকারের ক্যাম্পে আসা গ্রাহকরা। ক্ষিপ্ত জনতা সরকারি আবাসন পথেরসাথী বিল্ডিংয়ের বেশ কয়েকটি কাঁচের জানলা, দরজা ভাঙচুর করে। ঘটনার বেগতিক দেখে খবর দেওয়া হয় নিউ জলপাইগুড়ি থানায়।
খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে নিউ জলপাইগুড়ি থানার বিশাল পুলিশবাহিনী ,,,অবশেষে ক্ষিপ্ত জনতাকে শান্ত করে পরিস্থিতি সামাল দেয় পুলিশ। পুলিশ অভিযুক্তদের চিহ্নিত করার চেষ্টা চালাচ্ছে। এই ভাঙচুরের ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূল কংগ্রেস নেতৃত্ব।