ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক, ১৭ সেপ্টেম্বর,আলিপুরদুয়ার: ফের বড়সড় সাফল্য পেল বন দফতর।গোপন সুত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথভাবে নাকা চেকিংয়ে বড়সড় সাফল্য পেল আলিপুরদুয়ার জেলার কামাখ্যাগুড়ি মোবাইল রেঞ্জ ও ভল্কা রেঞ্জ ।
শুক্রবার গোপন সুত্রের খবরের ভিত্তিতে আলিপুরদুয়ার জেলা ৩১নং সি জাতীয় সড়কের বনদপ্তরে চকচকা চেকপোষ্ট এলাকা থেকে একটি ট্রাক আটক করে বনদপ্তর।এবং ঐ ট্রাক থেকেই পাচার হওয়ার পথে আটক হয় অবৈধ আসবাবপত্র ।
জানা গিয়েছে, গাড়ির সমানে অন আর্মি ডিউটি স্টিকার লাগিয়ে প্রায় ১০লক্ষ টাকার আসবাবপত্র পাচার করা হচ্ছিল উত্তরপ্রদেশে ।এই ঘটনায় গাড়ির চালক ও সহকারি চালককে গ্রেফতার করেছে বনদপ্তর ।