শিলিগুড়ি,৩০মে,জয়া রায়: শিলিগুড়ি কলেজ পাড়া ডিফেন্স পার্টির সদস্যদের পক্ষ থেকে আয়োজন করা হলো এক রক্তদান শিবিরের। রবিবার সকাল 10 টায় শিলিগুড়ি কলেজ মোড়ে এই রক্তদান শিবির করা হয়। আজকের এই রক্তদান শিবির অনুষ্ঠানে ডিফেন্স পার্টির সদস্যদের পাশাপাশি সাংবাদিক এবং শিলিগুড়ির নানান জায়গার পুরুষ ও মহিলারা রক্তদান করেন। প্রায় ১০০ ইউনিট রক্ত জোগার করে তড়াই লায়ন্স ব্লাড ব্যাংকে পাঠানো হয়।
ডিফেন্স পার্টির সদস্য বিকাশ সাহা জানান, কোরোনা পরিস্থিতির কারণে ভয়াবহ পরিস্থিতি গোটা বাংলার। করোণা পরিস্থিতিতে বাঁচার লড়াইয়ের মধ্যে রক্তের ব্যাপক সংকট দেখা দিয়েছে। প্রতিদিন যে পরিমান রক্তের প্রয়োজন সেই পরিমান রক্তের যোগান নেই। ফলে খুব কঠিন পরিস্থিতির সম্মুখীন হয়েছে থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত রোগীরাও। এছাড়াও করোনার জন্যও প্রচুর মানুষের রক্তের প্রয়োজন হচ্ছে প্রতিদিন। সেই কারনেই আজ শিলিগুড়ি কলেজ পাড়া ডিফেন্স পার্টির সদস্যরা এই রক্তদান শিবিরের আয়োজন করেছে।
আজকের এই রক্তদান শিবিরে শিলিগুড়ি পুর নিগমের প্রশাসন মন্ডলির চেয়ারম্যান গৌতম দেব এসে কয়েকজন রক্তদাতাকে সার্টিফিকেট তুলে দেন। এবং এই উদ্যোগকে সাধুবাদ জানান।