শিলিগুড়ি,১৬মে,পরিমল রায়:করোনা অতিমারীর দ্বিতীয় ঢেউয়ের সময় চিকিৎস্যা ক্ষেত্রে সাধারন মানুষকে নানা সময়ে নানা সমস্যার সম্মুখিন হতে হচ্ছে৷এই সময় মানুষ বিভিন্ন বেসরকারী নাসিংহোমগুলতে চিকিৎসা করাতে গিয়ে স্বর্বশান্ত হয়ে যাচ্ছে৷ শিলিগুড়ি শহরে বেশকিছু নার্সিংহোম সরকারি নির্দেশ অমান্য করে অত্যধিক চার্জ নিচ্ছে । স্বাস্থ্য সাথী কার্ড গ্রহন করার ক্ষেত্রে নানা রকম অজুহাত দেখিয়ে মানুষকে সমস্যায় ফেলছে।
সাধারন মানুষের কাছ থেকে এমন বিভিন্ন অভিযোগ পাওয়ার পর চিকিৎস্যা ব্যবস্থা পরিকাঠামো ও উন্নয়ন সহ বিবিধ বিষয়ে রবিবার শিলিগুড়ি পুরনিগমের সভা কক্ষে এক জরুরী সভা করেন পুর নিগমের প্রশাসক মন্ডলীর চেয়ারম্যান গৌতম দেব৷সভায় উপস্থিত ছিলেন দার্জিলিং জেলার জেলা শাসক শশাঙ্ক শেঠি, শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার গৌরব শর্মা, কমিশনার শিলিগুড়ি পুর নিগম এবং স্বাস্থ্য আধিকারিকেরা।
এদিনের সভায় দার্জিলিংয়ের জেলা শাসক শশাঙ্ক শেঠি বলেন,সাধারন মানুষের চিকিৎস্যা ক্ষেত্রে যাতে কোন অসুবিধা না হয় তার জন্য তারা নজরদারি চালানোর জন্য একটি টাস্ক ফোর্স গঠন করবেন এবং নার্সিংহোমে রোগীর পরিবারের কাছ থেকে বেশি টাকা নেওয়া এবং হয়রানি করার বিষয়ে গুলো নিয়ে মনিটরিং করবেন৷ বেশ কিছু ক্ষেত্রে অ্যাম্বুলেন্স এর ভাড়া বেশি নেওয়ার অভিযোগ উঠছে। সেই কারণে সমস্ত অ্যাম্বুলেন্স চালক ও অ্যাসোসিয়েশন গুলোর সাথে মিটিং করে সুষ্ঠ পরিষেবা দেওয়ার আবেদনও জানানো হবে। লাগামছাড়া ভাড়া নিলে প্রশাসন আইন অনুযায়ী ব্যাবস্থা নেবে ।করোনা অতিমারীর দিনগুলোতে করোনা রোগীদের চিকিৎস্যার জন্য শিলিগুড়ি জেলা হাসপাতালে ৪০ বেডের কোভিড হাসপাতাল করার কাজ চলছে৷৪০টি বেডের মধ্যে ২০ টি বেডে অক্সিজেন থাকবে ।তিনি আরো বলেন ৫/৬ টি বেড আই সি ইউ বেড হিসাবে গড়ে তোল হবে । দুটো অক্সিজেন প্লান্ট তৈরি ইতিমধ্যে হয়ে গেছে । ভবিষ্যতে আরো অক্সিজেন প্লান্ট তৈরী করা হবে৷ ওষুধের যোগান ঠিকঠাক রাখতে প্রশাসন, বিসিডিএর সাথে আলোচনা চলছে । সমস্ত এনজিও, বণিক সভা গুলোর সাথে মিটিং করা হবে। এই করোনা অতিমারীতে শিলিগুড়ি শহরের সাধারণ মানুষের কথা ভেবে
সিদ্ধান্ত নেওয়া হয়েছে একটা সেফ হোম করা হবে। পলিটেকনিক কলেজে করা হবে এই সেফ হোম বলে জানা গিয়েছে । এছাড়াও শিলিগুড়ি শহরে
নুতন শশ্মানঘাট তৈরী করার জন্য যে জায়গা দেখা হয়েছে সেখানে দ্রুত কাজ শুরু করা হবে বলে জানিয়েছেন শিলিগুড়ির পৌর প্রশাসক গৌতম দেব ।
শহরকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য আরো সাফাই কর্মী নিয়োগ করবে পুর নিগম বলেও জানান গৌতম বাবু । কাজের ভিত্তিতে সাফাই কর্মীদের ইনসেনটিভ দেওয়ার কথাও ভাবা হচ্ছে বলে জানিয়েছেন তিনি ।