শিলিগুড়ি,২১জুন,জয়া রায়: করোনা যোদ্ধাদের নিয়ে যোগ দিবস পালন হল শিলিগুড়িতে। ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস। যোগ হল প্রাচীন ভারতে উদ্ভূত এক বিশেষ ধরনের শারীরিক ও মানসিক ব্যায়াম এবং আধ্যাত্মিক অনুশীলন প্রথা। মানুষের শারীর ও মন কে সুস্থ রাখতে জন্য এই যোগ করা হয়। আজ গোটা বিশ্ব ও দেশের পাশাপাশি শিলিগুড়ির নানান জায়গায় পালন হল যোগ দিবস।
সোমবার সকাল নটার সময় শিলিগুড়ি বাঘাযতীন পার্কের মাঠে করোনা যোদ্ধাদের নিয়ে যোগ দিবসের কর্মসূচি পালন করল শিলিগুড়ির একটি স্বেচ্ছাসেবী সংগঠন এবং একাডেমী অফ ভৈদিক যোগা। আজ বাঘাযতীন পার্কের রবীন্দ্র মঞ্চে করোনা যোদ্ধাদের নিয়ে যোগ দিবস পালন করা হয় ।
আজ করোনা যোদ্ধাদের পাশাপাশি যোগ দিবসে যোগ ব্যায়াম করেন প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ি পৌর কর্পোরেশনের চেয়ারম্যান গৌতম দেব। আজকের এই অনুষ্ঠানের উদ্যোক্তা তথা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য ভানু দে জানান, করোনাকে হারিয়ে যারা ঘরে ফিরেছে তাদেরকে নিয়েই আজকে এই যোগ দিবস পালন করা হলো। করোনার দ্বিতীয় প্রকোপে অক্সিজেনের সমস্যায় ভুগেছেন অনেকেই।
করোনার তৃতীয় প্রকোপ আসার আগে মানুষ যাতে সচেতন হয়ে এই যোগে মনোযোগ দেয় সেই কারণেই এই উদ্যোগ। কারণ যোগব্যায়াম করলে শুধু শারীরিক সুস্থতায় নয়, অক্সিজেনের মাত্রাও মানুষের শরীরে বেড়ে যায়।
এই বিষয়ে করোনা জয়ী প্রাক্তন পর্যটন মন্ত্রী গৌতম দেব জানান, যোগব্যায়াম শুধু দিনটিকে পালন করার জন্য নয়, বছরের ৩৬৫ দিনই মানুষকে যোগব্যায়াম করা উচিত। কারণ এই যোগব্যায়াম আমাদের শরীরের জন্য অনেক উপকারী। প্রাক্তন পর্যটন মন্ত্রী তথা শিলিগুড়ির বর্তমান পৌর প্রশাসক গৌতম দেব বলেন আমি প্রতিনিয়ত যোগ ব্যায়াম করে থাকি। এবং এর ফলে আমার শারীরিক এবং মানসিক অনেক স্বস্তি এসেছে।