শিলিগুড়ি,২১মে,পরিমল রায়:বিয়ের মরসুম চলছে সেই কারনে লকডাউনের মাঝেও স্বর্ণঅলঙ্কারের দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছে রাজ্য সরকার৷তবে সময় বেধেঁ দেওয়া হয়েছে ১২থেকে ৩টা পর্যন্ত৷ করোনার চেইন ভাঙার জন্য রাজ্যে ১৪ দিনের লকডাউন ঘোষনা করেছেন রাজ্যের মূখ্য সচিব৷ বন্ধ রাখা হয়েছে সরকারী—বেসরকারী অফিস, শিক্ষা প্রতিষ্ঠান, গনপরিবহন ও সাংস্কৃতিক, রাজনৈতিক অনুষ্ঠান সহ জনসমাগমের সমস্ত অনুষ্ঠান৷
সাধারন মানুষের কথা ভেবে দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় সামগ্রী বেচা—কেনার জন্য দোকান—পাঠ, ও হাট—বাজার খোলার সময় নির্ধারন করে দেওয়া হয়েছে সকাল ৭টা থেকে ১০টা পর্যন্ত ৷ স্বর্ণঅলংকারের দোকান খোলা রাখার কথা বলা হয়েছে ১২টা থেকে ৩টা ৷ স্বর্ণঅলংকার ব্যবসায়ীরা জানিয়েছেন ১০টার পর পুরো রাস্তাঘাট, বাজার, শুনশান হয়ে যায়৷ বন্ধ যানচলাচলও৷ মানুষ কি ভাবে আসবে?এমনিতেই মানুষ নেই ৷ যেহেতু রাজ্য সরকার স্বর্ণঅলংকারের দোকান খোলা রাখার নির্দেশ দিয়েছেন তাই তারা খোলেন৷
তবে এই লকডাউনের দিনগুলতে তারা কোন অলংঙ্কার প্রদর্শন করেছেন না ৷ যদি জরুরি ভিত্তিতে অর্ডার আসে তবেই তা জোগান দিচ্ছেন৷ শিলিগুড়ির অপর আর একজন স্বর্ণঅলংকার ব্যবসায়ী জানিয়েছেন করোনা অতিমারীর জন্য মানুষ ঘরবন্দি৷ এইসময় মানুষের অর্থনৈতিক সংকট দেখা দিয়েছে৷ এখন মানুষ খাবে নাকি স্বর্ণঅলংকার কিনবে? দোকানে কোনো গ্রহক নেই৷ জানি ব্যবসা হবে না তবুও আসি দোকান খুলি৷ আবার বন্ধ করে চলে যাই৷ তবে কিছু বিয়ের অনুষ্ঠান হচ্ছে সরকারি নিয়ম-নীতি মেনে। আর সেই সমস্ত অর্ডার মিললেই কিছু টাকার ব্যবসা হচ্ছে।নচেৎ দিনভর বসে সময় অতিবাহিত করা ছাড়া আর কোন কাজ নেই বর্তমানে স্বর্ণ ব্যবসায়ীদের।