শিলিগুড়ি,২১জুন,প্রসেনজিৎ রাহা: উত্তরবঙ্গে সাত দিনের সফরে এলেন রাজ্যের রাজ্যপাল জাগদীপ ধনকার।ইতিমধ্যেই বাংলা ভাগ নিয়ে জোর চর্চা শুরু হয়েছে। বিজেপির একপক্ষ চাইছে ভাগ হোক বাংলা। আরেক পক্ষ বলছে বাংলা ভাগ করতে চাইনা। এই পরিস্থিতিতে উত্তরবঙ্গ সফরে রাজ্যপাল জাগদীপ ধনকার, যা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
সোমবার সাড়ে বারোটায় কলকাতা বিমানবন্দর থেকে বিশেষ বিমানে উত্তরবঙ্গ আসেন রাজ্যপাল। এখানে এক সপ্তাহ থাকবেন তিনি । বাগডোগরা বিমানবন্দর পৌঁছে কার্শিয়াং হয়ে দার্জিলিঙে যাবেন রাজ্যপাল। বিজেপির তরফে বাংলা ভাগের দাবি ওঠার মাঝেই কেন হঠাৎ এই উত্তরবঙ্গ সফর রাজ্যপালের তা তিনি জানা যায়নি।
রাজ্যপালের সফরের জন্য দার্জিলিং জেলা পুলিশ এবং শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশ কড়া পুলিশি ব্যবস্থা নিয়েছে। সূত্রের খবর রাজ্যপাল সোমবার কার্শিয়াং যাবেন। স্টেট গভমেন্ট গেস্ট হাউসে থাকবেন। কিছু প্রশাসনিক কাজকর্ম সেখান থেকে বসেই করবেন। এরপর তার দার্জিলিং রাজভবনে যাবার কথা।