দেবাশীষ দাস, ১৬সেপ্টেম্বর, উত্তরদিনাজপুর: সাইকেলের ধাক্কায় খুড়তুতো ভাই আহত হওয়ার ঘটনার নালিশ জানাতে গিয়ে বচসার জেরে খুন হয়ে গেল দাদা। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে রায়গঞ্জের বীরঘই গ্রাম পঞ্চায়েতের পশ্চিম গোয়ালগাঁও এলাকায়।
পুলিশ জানিয়েছে নিহত যুবকের নাম মহম্মদ মাসাব্বর বয়স ২১৷ পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার বিকেল নাগাদ মহম্মদ মাসাব্বরের খুড়তুতো ভাই জুনাইদ রেজা এক যুবকের সাইকেলের ধাক্কায় গুরুতর আহত হয়। তা নিয়ে প্রতিবেশি সেই যুবকের বাড়িতে জুনাইদের বাবা রেজুয়ানকে সঙ্গে নিয়ে অভিযোগ জানাতে যায় মহম্মদ মাসাব্বর৷
সেই সময় বচসার জেরে দুর্ঘটনায় অভিযুক্ত যুবকের মামা শাহজাহান আলি ঘর থেকে ধারালো অস্ত্র বের করে এনে তাদের ওপর চড়াও হয় বলে অভিযোগ। মহম্মদ মাসাব্বরকে এলোপাথাড়ি কোপ মারে বলে অভিযোগ। ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয় তার কাকা রেজুয়ানকেও।
দু’জনকেই গুরুতর জখম অবস্থায় রায়গঞ্জ গভর্নমেন্ট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হলে মহম্মদ মাসাব্বরের মৃত্যু হয়। অন্যদিকে এখনও হাসপাতালের বেডে শুয়ে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে তার কাকা। বৃহস্পতিবার দুপুরে মর্গে ময়না তদন্ত হয় নিহত যুবকের দেহের।
সেখানে দাঁড়িয়ে মৃতের আত্মীয় স্বজনেরা অভিযোগ করেন, সাইকেল দুর্ঘটনায় খুড়তুতো ভাই আহত হলে তা নিয়ে বুধবার বিকেল চারটে নাগাদ অভিযোগ জানাতে গিয়েছিল মহম্মদ মাসাব্বর।সেই সময় এই ঘটনা ঘটে। অভিযুক্ত যুবক শাহজাহান আলিকে এরপর গ্রামের লোকজন ধরে বেধড়ক মারধর করে পুলিশের হাতে তুলে দেন। ঘটনার জেরে গ্রামে উত্তেজনা ছড়িয়েছে।