Saturday, December 9, 2023
Home উত্তরবঙ্গ এয়ার ইন্ডিয়ার ৪৫ লক্ষ যাত্রীর তথ্য চুরি

এয়ার ইন্ডিয়ার ৪৫ লক্ষ যাত্রীর তথ্য চুরি

 

শিলিগুড়ি,২২মে,ফ্ল‍্যাশ মিডিয়া নিউজ ডেস্ক: বড়সড় সাইবার হানার শিকার এয়ার ইন্ডিয়া! রাষ্ট্রায়ত্ত এই উড়ান সংস্থা এক বিবৃতিতে জানিয়েছে, ২০১১ সালের ১১ অগাস্ট থেকে ২০২১ সালের ৩ ফেব্রুয়ারির মধ্যে সংস্থার কাছে যাত্রীদের যত তথ্য নথিভুক্ত হয়েছিল, তা লিক হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। অর্থাৎ, গত ১০ বছর ধরে এয়ার ইন্ডিয়ার কাছে গ্রাহকদের যত তথ্য জড়ো করা হয়েছিল, তা হ্যাকারদের দখলে চলে গিয়েছে।

এয়ারইন্ডিয়ার যাত্রী পরিষেবা সংক্রান্ত বিষয় দেখাশোনা করে সিটা নামে একটি সংস্থা। উড়ান সংস্থার বিবৃতিতে আরও জানানো হয়েছে, সিটার ওপর সাইবার অ্যাটাক হওয়ায় মনে করা হচ্ছে, হ্যাকারদের হাতে চলে গিয়েছে অন্তত ৪৫ লক্ষ যাত্রীর নাম, ঠিকানা, জন্ম তারিখ, মোবাইল নম্বর, ক্রেডিট ও ডেবিট কার্ড, পাসপোর্ট নম্বর-সহ বহু তথ্য। যদিও সংস্থার দাবি, ডেবিট বা ক্রেডিট কার্ডের সিভিভি নম্বর হাতাতে পারেনি সাইবার দুষ্কৃতীরা। এই প্রেক্ষিতে, যাত্রীদের উদ্দেশে উড়ান সংস্থার পরামর্শ, যত দ্রুত সম্ভব কার্ড সহ অন্যান্য জায়গায় পাসওয়ার্ড বদল করুন।

সংস্থার আরও দাবি, শুধু এয়ার ইন্ডিয়া নয়, অন্য বিমান সংস্থাগুলিও এই সাইবার হানার শিকার হতে পারে। সূত্রের খবর, বেশ কয়েকটি আন্তর্জাতিক বিমান সংস্থার তথ্যও ফাঁস হয়েছে। সেই তালিকায় রয়েছে- মালয়েশিয়া এয়ারলাইন্স, ফিনএয়ার, সিঙ্গাপুর এয়ারলাইন্স, লুফ্টহান্সা ও ক্যাথে প্যাসিফিক। এই তথ্যচুরির ঘটনাটি সামনে আসতেই ব্যবস্থাগ্রহণ করেছে এয়ার ইন্ডিয়া। সংস্থার তরফে জানানো হয়েছে, তথ্য ফাঁসের তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি সার্ভাগুলির নিরাপত্তা আরও আঁটোসাঁটো করার বন্দোবস্ত করা হয়েছে। এছাড়া, তথ্য সুরক্ষা নিশ্চিত করতে তৃতীয়পক্ষ সংস্থাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

২০১৮ সালের সাইবার হানায় ব্রিটিশ এয়ারওয়েজের ৪ লক্ষ গ্রাহকের তথ‍্য চুরি গিয়েছিল। এরফলে,গতবছর এই বিমানসংস্থাকে ১৮০ কোটি টাকার বেশি জরিমানা দিতে হয়েছে। এছাড়া, গত বছর লন্ডনের আরেকটি বিমান সংস্থা ইজিজেটের তরফে জানানো হয়েছিল, তাদের ৯০ লক্ষ গ্রাহকের তথ্য হ্যাকারদের হাতে চলে গিয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments