জনার্দন রায়,৩১জুলাই,জলপাইগুড়ি: এখনো মাস্ক ছাড়া অনেকেই ঘুরে বেড়াচ্ছেন পথে ঘাটে। হাজার বলেও লাভ হয়নি ঐ সমস্ত ডোন্ট কেয়ার মানুষদেরকে সচেতন করা। ভারতে করোনার তৃতীয় ঢেউয়ের আশঙ্কা করছে চিকিৎসকেরা।গোটা দেশের পাশাপাশি রাজ্যের মানুষকে স্বস্তি দিতে রাজ্য সরকার কড়া বিধি-নিষেধ জারি রেখেছে রাজ্যে। সাধারণ মানুষের কাছে নবান্নের তরফে অনুরোধ করা হয়েছে মাস্ক ব্যবহারের এবং ভিড় এড়িয়ে চলার। দোকানপাট বন্ধের সময় এবং সামাজিক ও ধর্মীয় অনুষ্ঠানের ক্ষেত্রে এখনো রয়েছে নানান বিধিনিষেধ। তবুও কিছু মানুষ ঐ সমস্ত বিধিনিষেধ এড়িয়েই চলছেন।
ওই সমস্ত বেপরোয়া মানুষদের বিরুদ্ধে এবার ময়দানে পুলিশ। শুক্রবার জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী অভিযানে নেমে বেশ কয়েকজনকে মাস্ক না পড়ায় ও সামাজিক দূরত্ব না মেনে থাকায় ডিজাস্টার ম্যানেজমেন্ট ধারায় পাকড়াও করেছে।করোনা সচেতনতায় সন্ধে নামতেই জলপাইগুড়িতে শুরু হয় পুলিশি অভিযান।
শুক্রবার রাতে জলপাইগুড়ি কোতোয়ালি থানার বিশাল পুলিশ বাহিনী ও সাদা পোশাকের পুলিশ অভিযানে নেমে বেশ কয়েকজনকে পাকড়াও করে। অনেকেই মাস্ক না পড়ে বেড়িয়ে পড়েছিলেন পথে। করোনার তৃতীয় ঢেউ আটকাতেই শহর জুড়ে এমন কড়াকড়ি ব্যবস্থা শুরু হয়েছে বলে জানান পুলিশ আধিকারিকরা।
জলপাইগুড়ি কোতোয়ালি থানার আইসি অর্ঘ্য সরকার বলেন, কাউকে মাস্কবিহীন অবস্থায় দেখলেই ধরা হবে। জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, জেলা প্রশাসনের পক্ষ থেকে জারি করা বিধিনিষেধ ভাঙার অভিযোগে জুলাই মাসে ২০০-র বেশি মানুষকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবারও দিনভর অভিযান চালিয়ে ২১ জনকে ধরা হয়েছে। সন্ধের পর থেকেও চলেছে অভিযান। লাগাতার এই অভিযান চলবে বলে পুলিশ সূত্রে জানা গেছে।