ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১২জুলাই,শিলিগুড়ি: ফের চোখ রাঙাচ্ছে করোনা সংক্রমণ। রাজ্যে দৈনিক কোভিড আক্রান্তের সংখ্যা এক হাজার ছুঁইছুঁই। মৃত্যু হয়েছে ১৭ জনের। তবে আশার আলো জাগিয়ে একদিনে বাংলায় সুস্থ হয়ে উঠেছেন ১,৩৩৬ জন। শনিবার সন্ধেয় স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, একদিনে রাজ্য করোনা আক্রান্ত হয়েছেন ৯৯৭ জন। উদ্বেগ বাড়াচ্ছে উত্তরের দার্জিলিং ও দক্ষিণের কলকাতা ও উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টা সর্বাধিক সংক্রমণের সাক্ষি থেকেছে উত্তর ২৪ পরগনা। উত্তর ২৪ পরগনায় একদিকে করোনা আক্রান্ত হয়েছেন ৯৬ জন। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ৮৬। চিন্তা বাড়িয়েছে একদিনে দার্জিলিংয়ে ৭৭ জন আক্রান্তের হদিশ মেলার খবর।
কেন্দ্র পাহাড়ঞ্চলে সংক্রমণ বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। সংক্রমণে রাশ টানতে বিশেষ নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় সরকার। তবে রাজ্যের পজিটিভিটি রেট আরও কমে দাঁড়িয়েছে ১.৯০ শতাংশ। সবচেয়ে কম সংক্রমণের খবর মিলেছে পুরুলিয়া থেকে তা হল ৪ জন।শনিবারের রিপোর্ট অনুযায়ী রাজ্যে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ১১ হাজার ২০৫ জন। তবে তাঁদের মধ্যে ১৪ লক্ষ ৭৭ হাজার ৯৯৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গিয়েছেন।
গত ২৪ গণ্টায় রাজ্যে কোভিডজয়ী হয়েছেন ১ হাজার ৩৩৬ জন। ফলে রাজ্যে সুস্থতার বেড়ে দাঁড়িয়েছে ৯৭.৮০ শতাংশ। হাসপাতালে চিকিৎসাধীন কোভিড রোগীর সংখ্যা কমে হল ১৫ হাজার ৩০৪ জন। তবে শনিবার রাজ্যে ১৭ জন করোনা আক্রান্তের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ৫ জন উত্তর ২৪ পরগনার বাসিন্দা। ৩ জন কলকাতা, ২ জন হুগলি, ২ জন জলপাইগুরি ও একজন দার্জিলিংয়ের বাসিন্দা। স্বাস্থ্যদপ্তরের তথ্য অনুযায়ী, করোনায় মৃত্যু বেড়ে হল ১৭ হাজার ৯০৩ জনের।
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি
শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ২২ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক তিন শতাধিক মানুষ করোনা আক্রান্ত হতেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। কমেছে করোণায় মৃত্যুর সংখ্যা।
জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৫ জন। মৃত ২ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১২১ জন। দার্জিলিং জেলায় মৃত্যু হয়েছে ১ জনের। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ২৭ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৮৭ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৭ জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২০ জন। দক্ষিণ দিনাজপুরে ১৭ জন। মালদায় ০৮ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ০৪ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ০৩ জন। ফাঁসিদেওয়ায় এবং খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় কোনো আক্রান্তের খবর নেই
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ,
মাস্ক ব্যাবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ব্যাবহার করা ভূলে যাবেন না,এই তিনটি সতর্কতা মূলক ব্যবস্থাই আপনাকে বাঁচাবে করোনা সংক্রমণের হাত থেকে।