শিলিগুড়ি,১০জুন,প্রসেনজিৎ রাহা: করোনার সাথে লড়াই করে জয়লাভ করতে গেলে সবার প্রথমে বাড়াতে হবে মনোবল, থাকতে হবে হাসিখুশি, ইউমিনিটি পাওয়ার এই অসুখের সবচেয়ে বড় ভ্যাকসিন, আর এই কারনেই চিকিৎসকরা করোনা রোগীদের ওষুধ খাওয়ানোর পাশাপাশি সব সময় দিলখুশ মেজাজে থাকার পরামর্শ দেন।
স্বাস্থ্যকর্মীরা সব সময় চান করোনা রোগীরা এই মহামারীর সাথে যুদ্ধ করে জয়লাভ করে অতি দ্রুত ফিরে যাক বাড়িতে। বিভিন্ন সময়ে সোশ্যাল মিডিয়ায় আমরা দেখেছি স্বাস্থ্যকর্মীরা করোনা রোগীদের মনোবল বাড়াতে এবং একটু বিনোদনে রাখতে গান নাচ সহ নানান পন্থা অবলম্বন করেছেন।
এবার পিপিইকিট পড়ে গান ও নাচের মাধ্যমে হাসপাতালে ভর্তি থাকা রোগীদের মনোবল বাড়াতে দেখা গেল খোদ বাংলায়। উত্তরবঙ্গের কোচবিহার এর এমজেএন মেডিকেল কলেজে ও হাসপাতালে করোনা ওয়ার্ডে রোগীদের একঘেয়েমি কাটাতে ও মনোবল বাড়াতে ওয়ার্ডের ভিতরেই পিপিই কিট পরে নাচলেন একাংশ স্বাস্থ্যকর্মীরা ।
বুধবার বিকেলে ৭ জন স্বাস্থ্যকর্মী বিভিন্ন গানের সাথে নিত্য পরিবেশন করেন ঐ হাসপাতালের কোভিড ওয়ার্ডে। স্বাস্থ্যকর্মীদের এই ছোট্ট অনুষ্ঠান উপভোগ করতে দেখা যায় ওই বিভাগে চিকিৎসাধীন রোগীদের ।তারা তালি বাজিয়ে তালে তাল মেলান। হাসপাতাল কর্তৃপক্ষের দাবি হাসপাতালে ভর্তি থাকার সময় অনেকেই মানসিকভাবে চাপের মুখে থাকেন।
সেই একঘেয়ামি কাটাতেই এদিন এই ছোট্ট কর্মসূচি নেওয়া হয়েছিল।সেই কর্মসূচির নেতৃত্ব দেন হাসপাতালের অ্যাসিস্ট্যান্ট সুপার দিব্যেন্দু দাস করেছেন। কি মধ্যেই সোশ্যাল-মিডিয়ায়-ভাইরাল হয়ে গেছে এই ভিডিও।