শিলিগুড়ি,৭জুন,পরিমল রায়: বর্ষার শুরুতেই বাজারে আমদানি হয়েছে জলের রূপালি শস্য ইলিশ। যদিও শুরুতে বাজার চরা৷ তবুও চাহিদা ভালো বলেই জানিয়েছেন মাছ ব্যবসায়ীরা৷ ৭২ ঘন্টা আগে দেশে ঢুকে পড়েছে বর্ষা,রাজ্যে শুরু হয়েছে বর্ষা৷ বর্ষার শুরুতেই বাজারে আমদানি শুরু হয়েছে ইলিশ মাছের৷ মাছ প্রিয় বাঙালির প্রিয় মাছ ইলিশ,আর তা বাজারে আসায় ইলিশের চাহিদাও ভালোই বেড়েছে৷ সারা বছর ইলিশ মাছ পাওয়া গেলেও বর্ষার ইলিশের চাহিদা থাকে সবথেকে বেশি৷ এইসময় বাজারে এসেছে বিভিন্ন মাপের ইলিশ৷
আর সেই কারনে ইলিশের দাম নির্ভর করে ওজনের ওপর৷ ৮০০ গ্রাম থেকে ১কেজি ওজনের ইলিশ মাছের বর্তমান বাজারে দাম ১২০০ থেকে ১৫০০ টাকা৷ মাছ ব্যবসায়ীরা জানিয়েছে করোনা আবহে রাজ্য সরকারের নির্দেশে বন্ধ আছে গন পরিবহন৷ আমদানী তুলনা মুলক অনেকটাই কম ৷ তাই মাছ আনতে যেমন খরচা বেড়েছে এবং আমদানী কম থাকায় তার দামও কিছুটা বেড়েছে৷ তবে পরিস্থিতি স্বাভাবিক হলে আগামীতে দাম কমবে বলে জানিয়েছেন তারা৷
অন্যদিকে ক্রেতারা জানিয়েছে, বর্ষার শুরুতে বাজারে ইলিশ এসেছে, ইলিশ দেখলে লোভ সামলানো খুব কঠিন ৷ কিন্তু দাম অনেকটাই বেশি, তবুও না কিনে পারা যাচ্ছে না ৷ অপরদিকে আর হাতে মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালির জামাই পুজো। আগামী ১৬ তারিখে জামাইষষ্ঠী, আর সেদিকে তাকিয়েই মৎস্য ব্যবসায়ীরা চাহিদা অনুযায়ী তুলতে শুরু করেছেন ইলিশ মাছ।