ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১০আগস্ট,বহরমপুর:করোনার হাত থেকে বাঁচতে ভ্যাকসিন নিতে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় মৃত্যু হল তিনজনের। বহরমপুরের ৩৪ নং জাতীয় সড়কে পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ঐ ৩ জনের। মঙ্গলবার সকালবেলায় বহরমপুর থানার চুঁয়াপুর ৩৪ নং জাতীয় সড়কের উপরে বাইক এবং ট্রাকের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে বহরমপুর থানার মনীন্দ্রনগর এলাকার বাসিন্দা ইন্দ্রজিৎ সাহা, সুপ্রীয়া সাহা ও গোপাল দত্ত এই দুর্ঘটনায় প্রান হারান। মটর বাইকে করে স্বামী, স্ত্রী ও শ্বশুর ৩৪ নং জাতীয় সড়ক ধরে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে যাচ্ছিলেন ভ্যাকসিন নিতে। সেই সময় দ্রুতগামী একটি ট্রাক তাদেরকে সজোরে ধাক্কা মারে। ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন ৩ জন। তাদের উপর দিয়ে ট্রাকের চাকা উঠে গেলে ঘটনাস্থলেই মৃত্যু হয় তাদের তিন জনের।
খবর পেয়ে বহরমপুর থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে নিয়ে যায়। আজ দুপুরে ময়নাতদন্তের পর পরিবারের হাতে তুলে দেওয়া হবে দেহ।ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকায়।