ঋষি চ্যাটার্জি, ১৩ সেপ্টেম্বর, নকশালবাড়ি: স্ত্রীর অবৈধ সম্পর্কের জেরে স্ত্রী-কন্যাকে কুপিয়ে নিজের গলা কেটে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হল স্বামী।ঘটনাটি ঘটেছে দার্জিলিং জেলার নকশালবাড়ির জাবরা ডিভিশনে।
সোমবার ভোরে নকশালবাড়িতে এই ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়ায় এলাকায়। জানা গিয়েছে, প্রদুম প্রজা শ্বশুরবাড়িতে গতকাল রাতে আসার পর প্রথমে তার কন্যাকে কুপিয়ে খুন করে এবং পরে স্ত্রীকে কোপায় এবং শেষে নিজের গলা কেটে ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়। আজ সকালে এই খবর চাউর হতেই এলাকায় ভিড় জমে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় নকশালবাড়ি থানার পুলিশ। তিনটি দেহ উদ্ধার করে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। গোটা ঘটনার ঘটনার তদন্ত শুরু করেছে নকশালবাড়ি পুলিশ। পরিবার সূত্রে খবর, স্ত্রী প্রিয়াঙ্কা ও প্রদুম দুজনে হোটেলে কাজ করত।
গতকাল স্ত্রীর অবৈধ সম্পর্কের খবর পেয়েই শ্বশুরবাড়িতে এসে এই ঘটনা ঘটায় প্রদুম। তবে এই নিশংস ঘটনার পেছনে অন্য কোন কারণ রয়েছে কিনা তা খতিয়ে দেখতে তদন্তে নেমেছে পুলিশ।