সোশ্যাল মিডিয়াতে নানান সময় নানান ছবি পোস্ট করে বিতর্কের মুখে পড়তে হয়েছিল টলিউডের অভিনেত্রী শ্রীলেখা মিত্র। কখনও পোশাক, কখনো দেহ নিয়ে নানান কটুক্তি শুনতে হয়েছে শ্রীলেখা কে। কেন যেন মনে হয় বাংলার এই অভিনেত্রী কার্যত বিতর্কেই থাকতেই ভালোবাসেন।
বুধবার দুপুরে শ্রীলেখা তার ফেসবুকে একটি পোস্ট করেছেন। পোস্টে দেখা যাচ্ছে শ্রীলেখা একটি রক্তদান শিবিরে রক্ত দান করছেন। পোষ্টের ক্যাপশনটাই তির্যক। অনেক ক্ষেত্রেই দেখা যায় সোশ্যাল মিডিয়াতে অনেকেই বলে থাকেন আমি এই করেছি, আমি ওই করেছি। কিন্তু অনেক ক্ষেত্রেই তার ছবি বা দৃশ্যমানতা থাকেনা। অনেক ক্ষেত্রেই অনেকে বড় বড় কথা বলে থাকেন। কিন্তু আখেরে কাজের কাজ কে বা কতোজন করেন তা বোঝা দায়। কার্যত সেই সমস্ত মানুষদের কে টার্গেট করেই শ্রীলেখার এই পোস্ট বলেই মনে করছে নেটিজেনরা।
পোস্টে শ্রীলেখা পরিষ্কার লিখেছেন “হ্যাঁ এবার যা করব জানিয়ে বুঝিয়ে করব” আপনিও করুন না! শ্রীলেখা ওই সমস্ত ব্যক্তিদের কে উদ্দেশ্য করেই লিখেছেন, যারা অনেক ক্ষেত্রেই কিছু না করেই অনেক কিছু করেছি বলে বাহবা কুড়োনোর চেষ্টা করেন, শ্রীলেখা এই করোণা মহামারীর সময় কালে এই ছবি দিয়ে সমাজের কাছে একটি বার্তাও দিতে চেয়েছেন, যারা বলেছিলেন আমরা সমাজের জন্য কিছু করতে চাই তারা কোথায়? সম্প্রতি বিধানসভা নির্বাচনের আগে অনেক টলিউড অভিনেত্রী অভিনেতা বলেছিলেন আমরা সমাজের জন্য কাজ করতে চাই, কিন্তু নির্বাচনের পর তাদের আর দেখা মিলছে না, এই ছবি যে তির্যকভাবে তাদের কেউ ইশারা করছে সেটা বুঝতেও খুব বেশি অসুবিধা হচ্ছেনা নেটিজেনদের।বে এই করোণা মহামারীর সময় কালে রক্তদান জীবন দান এর মতো কাজে এগিয়ে আসা প্রত্যেকটি মানুষের কর্তব্য।ফলে শ্রীলেখার এই পোস্ট আপলোড হতেই লাইক এবং শেয়ারের প্রবণতা বেড়েছে শ্রীলেখার ফ্যান ফলোয়ার্সদের মধ্যে। প্রসেনজিৎ রাহা