ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,১৪জুলাই, শিলিগুড়ি: ভিন রাজ্যের পর্যটকদের এবার দার্জিলিং ও কালিম্পং পাহাড়ে প্রবেশের ক্ষেত্রে বিধিনিষেধ জারি করল রাজ্য সরকার। আপাতত বাইরের রাজ্য থেকে কোনও পর্যটক পাহাড়ে এলে ভ্যাকসিনের দুটো ডোজ বা আরটি পিসিআর টেস্টের নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হয়েছে।
মঙ্গলবার পর্যটনের সঙ্গে জড়িত বিভিন্ন সংগঠন ও প্রশাসনের এক বৈঠকে এমনই সিদ্ধান্ত হয়েছে। তবে রাজ্যের পর্যটকদের ক্ষেত্রে আপাতত এইধরনের কোনও বিধিনিষেধ নেই। জানা গিয়েছে, সাত দিন দেখার পর পরিস্থিতি বিচার করে এই বিধিনিষেধ রাজ্যের পর্যটকদের ক্ষেত্রেও জারি করা হতে পারে।দার্জিলিংয়ের জেলাশাসক এস পুন্নমবলম জানিয়েছেন, করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে রাখতেই ভিন রাজ্যের পর্যটকদের প্রবেশে বিধিনিষেধ জারি করা হয়েছে।
কিছুদিন ধরেই দার্জিলিং জেলায় করোনা সংক্রমণ রাজ্যের অন্যান্য জেলাকে টেক্কা দিচ্ছে। সেক্ষেত্রে পর্যটনের মতো স্পর্শকাতর ক্ষেত্রে কিছু বিধিনিষেধ জরুরী বলেই মনে করছেন দার্জিলিং জেলা প্রশাসনের কর্তারা। প্রতিবেশী রাজ্য সিকিমও ইতিমধ্যেই এই ধরণের বিধিনিষেধ আরোপ করেছে। করোনার কারণে দীর্ঘদিন ধরে মুখ থুবড়ে পড়ে রয়েছে উত্তরের পর্যটন। দেড় বছরের বেশি সময় ধরে পর্যটক হীন দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য অঞ্চল গুলি।
আসন্ন করোনার তৃতীয় ঢেউ,সেই কারণেই প্রশাসনের তরফে দেওয়া নানান বিধি নিষেধ এর বিষয়টিকে হালকাভাবে নিচ্ছেন না কোন পর্যটন ব্যবসার সাথে জড়িত ব্যবসায়ীরাই। প্রত্যেকেই চাইছে সুস্থ থাকুক পাহাড়। সেই কারণেই প্রশাসনের দেওয়া নিয়ম-নীতিকে মাথা পেতে নিয়েছেন তারা। তবে পর্যটন শিল্পের সাথে যুক্ত হোটেল ব্যবসায়ী থেকে শুরু করে গাড়ি ব্যবসায়ী প্রত্যেকেই বুঝে গিয়েছেন, এইবছর পাহাড়ে আর তেমনভাবে আসবেন না পর্যটকেরা।
কারণ করোনার দ্বিতীয় ঢেউ এখনো সামলে উঠতে পারেনি দেশের বেশিরভাগ রাজ্য, অপরদিকে বিশেষজ্ঞদের দাবি আসন্ন তৃতীয় ঢেউ, আর সেই কারণেই ২০২২ এর দিকেই তাকিয়ে পর্যটন ব্যবসায়ীরা।