জহিরুল হক,১৫জুলাই, শিলিগুড়ি: অপরাধ রুখতে পুলিশ প্রশাসনের নির্দেশীকা মেনেই নিতে ও দিতে হবে ঘর ভাড়া।জানালেন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের ডিসিপি ইস্ট জয় টুডু।ঘড় ভাড়া নিয়ে নানান অপরাধমুলক কাজ সংগঠিত করে ভাড়াটিয়ারা।এই রাজ্যের বিভিন্ন জায়গায় এর উধাহরন রয়েছে।ভাড়ার আগে ভাড়াটিয়ার যাবতীয় তথ্য স্থানীয় থানায় দেওয়ার নির্দেশীকা থাকলেও সিংহভাগ মালিক বা ভাড়াটিয়া এই নিয়ম মানেননা।আর তার সুযোগ নিয়েই সহজেই অপরাধ মুলক কাজ সংগঠিত করে পার পেয়ে যায় ওই অসাধু ভাড়াটিয়ারা।
তাই কলকাতার পর এবার শিলিগুড়ি সহ এনজেপি থানার অন্তর্গর বসুন্ধরা আবাসনে এই ভাড়াটিয়া সংক্রান্ত নিয়ম নিয়ে মানুষকে সজাগ করল শিলিগুড়ি পুলিশ প্রশাসন।ফুলবাড়ির বিভিন্ন আবাসনে বহিরাগত প্রচুর সংখ্যাক মানুষ আবাসন ভাড়া নিয়ে বসবাস করে থাকেন। তবে এবার থেকে যে কোনো আবাসনে ভাড়া থাকতে গেলে প্রসাসনের নির্দেশিকা মেনেই থাকতে হবে।এমনটাই জানালেন ডিসিপি ইস্ট জয় টুডু।
ডিসিপি ইস্ট জুয় টুডু জানান,অনলাইন বা সরাসরি ফর্ম ফিলাপের মাধ্যমে ভাড়াটিয়াদের যাবতিয় তথ্য জমা দিতে হবে নির্দিষ্ট থানায়,অন্যথা ভাড়াটিয়া বা মালিকের বিরুদ্ধে আইনি ব্যাবস্থা গ্রহন করা হবে বলেও জানানো হয়েছে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের তরফে।