দেবাশীষ দাস, ৩সেপ্টেম্বর, উত্তরদিনাজপুর: রায়গঞ্জে ৪০ লক্ষ টাকা মূল্যের বেআইনি বিলিতি মদ উদ্ধার করল আবগারি বিভাগ।গোপনসূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমানে বেআইনী বিদেশী মদ উদ্ধার করলো উত্তর দিনাজপুর জেলা আবগারী দপ্তর।
বৃহস্পতিবার বিকেলে রায়গঞ্জের বারোদুয়ারী এলাকায় একটি বাড়ির গুদাম ঘর থেকে প্রায় সাড়ে তিনশো পেটি মদ উদ্ধার করে আবগারি বিভাগ। গোটা অভিযানের নেতৃত্ব দেন উত্তর দিনাজপুর জেলা আবগারী দপ্তরের অতিরিক্ত সুপার সৌভিক বসাক।পাশাপাশি এলাকার আরো একটি গুদামঘরে তল্লাসি চালান আবগারি দপ্তরের আধিকারিকেরা। যদিও সেই গোডাউনে মদ উদ্ধার হয় নি।
আবগারি দপ্তরের আধিকারিকদের অনুমান তল্লাসির খবর পেয়ে আগেভাগেই মদেরপেটি সরিয়ে ফেলা হয়েছে।আবগারি দপ্তরের অতিরিক্ত সুপার সৌভিক বসাক বলেন, তল্লাশি চালিয়ে প্রায় চল্লিশ লক্ষ টাকার বেআইনী মদ উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়া মদ আসল না নকল তা জানতে নমুনা পাঠানো হবে ল্যাবরেটরিতে।