জনার্দন রায়,২৬ আগস্ট,জলপাইগুড়ি: খাবারের খোঁজে লোকালয়ে ঢুকে তাণ্ডব চালাচ্ছে শতাধিক বানর। মানুষের ঘরের ভেতরে ঢুকে রীতিমতো খাবার লুঠ করছে তারা। ঘটনাটি জলপাইগুড়ির পাতকাটা এলাকার । এই ঘটনাকে ঘিরে আতঙ্ক ছড়িয়ে পড়েছে স্থানীয় বাসিন্দাদের মধ্যে।
বানর সেনাদের এই উৎপাতে অতিষ্ঠ এলাকাবাসীরা। লোকালয়ে এসে হুড়োহুড়ি করতে গিয়ে কখনো ওরা মানুষের বাড়িতে ঢুকে খাবার খেয়ে নিচ্ছে, আবার কখনো কারো গায়ের ওপরে ঝাঁপিয়ে পড়ছে। কচিকাঁচারা আতঙ্কিত হয়ে পড়েছে ওদের দুষ্টুমিতে। মহিলারাও রীতিমতো ভয়ে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন বানর বাহিনী রান্না ঘরে ঢুকে হাড়ি থেকে ভাত নিয়ে খেয়েও নিচ্ছে। তাড়িয়ে দিলেও আবার ফিরে আসে তারা।
মূলত লোকালয়ের বিভিন্ন বাড়ির বাগানে পেয়ারা সহ বিভিন্ন ফল খাওয়ার লোভেই এই বানর বাহিনীর আগমন বলে জানিয়েছেন জলপাইগুড়ির পাতকাটা এলাকার বাসিন্দারা। এলাকার বাসিন্দা উজ্জ্বল গাঙ্গুলি বললেন, বিভিন্ন রকমের ফল খাওয়ার লোভে এলাকায় চলে আসছে একদল বানর। পাতকাটা, ডেঙ্গুয়াঝাড়, করলাভ্যালি সহ বিভিন্ন এলাকায় দাপিয়ে বেড়াতে দেখা যাচ্ছে তাদের।
অরণ্যে খাবারের সংকটে এই পরিস্থিতি বলে মনে করছেন তারা। কিন্তু এই বানর বাহিনীর দাপটে রাতের ঘুমের পাশাপাশি দিনের বেলাতেও চলাচলের সমস্যায় পড়তে হচ্ছে তাদের। কিন্তু কি আর করার? ওরা অভুক্ত তাই আসছে, সেই কারণে বাধ্য হয়ে অনেকে খেতে দিচ্ছে ওদের, অনেকে আবার দরজা জানলা বন্ধ করে রেখে দিতে বাধ্য হচ্ছেন দিনভর, তবে মিলিয়ে বানরের তাণ্ডবে অতিষ্ঠ জলপাইগুড়ি।