ফ্ল্যাশমিডিয়ানিউজডেস্ক,৪জুলাই, শিলিগুড়ি: আরও কমল দৈনিক কোভিড সংক্রমণ। শুক্রবার নেমেছিল দেড় হাজারের কমে। শনিবার আক্রান্ত ১৪০০-র নীচে নামল। সংক্রামিত হয়েছেন ১ হাজার ৩৯১ জন।রাজ্যে করোনায় ২১ জনের মৃত্যু হয়েছে। রাজ্যের ১৫টি জেলায় গত ২৪ ঘণ্টায় করোনায় কারও মৃত্যু হয়নি। সেরে উঠেছেন ১ হাজার ৮১৯ জন। শনিবার ৩ লক্ষের বেশি মানুষকে টিকা দেওয়া হয়েছে।
দীর্ঘদিন পর রাজ্যে শিথিল হয়েছে কড়া বিধিনিষেধ। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে বাংলার জীবনযাত্রা। স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, শনিবার সংক্রমিতের সংখ্যা ১,৩৯১। শুক্রবার আক্রান্ত হয়েছিলেন ১ হাজার ৪২২ জন। শনিবার নমুনা যাচাই করা হয়েছে ৫২ হাজার ৭৬১ জনের। সংক্রমণের হার ২.৬৪ শতাংশ। কলকাতায় সংক্রমিতের সংখ্যা ১২৮। ১৪২ জন আক্রান্ত হয়েছেন উত্তর ২৪ পরগনায়। হাওড়া, হুগলি এবং দক্ষিণ ২৪ পরগনায় আক্রান্তের সংখ্যা ৭২, ৮০ ও ৬৬। বর্তমানে রাজ্যে সক্রিয় করোনা আক্রান্ত ১৯ হাজার ২৮০ জন।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে কোভিডে মৃত্যু হয়েছে ২১ জনের। গতকাল সংখ্যাটা ছিল ২৩। ১৫টি জেলায় একটিও মৃত্যু হয়নি করোনায়। কলকাতা ও উত্তর ২৪ পরগনায় মৃতের সংখ্যা ৫ ও ৬। ১ জনের মৃত্যু হয়েছে দক্ষিণ ২৪ পরগনায়। হাওড়ায় মৃতের সংখ্যা ২। গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনামুক্ত হয়েছেন ১ হাজার ৮১৯ জন। এখনও পর্যন্ত সুস্থতার হার ৯৭.৫৪%।
শনিবার গতি এসেছে টিকাকরণে। টিকা পেয়েছেন ৩ লক্ষ ৮ হাজার ৮৫০ জন। ১ লক্ষ ১৮ হাজার ৬০ জন নিয়েছেন টিকার প্রথম ডোজ। দ্বিতীয় ডোজ পেয়েছেন ১ লক্ষ ৯০ হাজার ৭৯০ জন। এখনো পর্যন্ত রাজ্যে টিকাকরণ হয়েছে ২ কোটি ২১ লক্ষ ৪৮ হাজার ১৩০ জনের।
রাজ্যের বিভিন্ন প্রান্তের পাশাপাশি শিলিগুড়ি মিউনিসিপাল কর্পোরেশন এলাকায় বিগত ২৪ ঘন্টায় মাত্র ২১ জনের করোনা পজেটিভ রিপোর্ট এসেছে। কিছুদিন আগেও শিলিগুড়ি শহরেই দৈনিক তিন শতাধিক মানুষ করোনা আক্রান্ত হতেন। অপরদিকে গত ২৪ ঘন্টায় উত্তরবঙ্গের জেলায় জেলায় বেড়েছে সুস্থতার হার। কমেছে করোণায় মৃত্যুর সংখ্যা।
জলপাইগুড়ি জেলায় ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০৮ জন। মৃত ১ জন। দার্জিলিং জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ১৬৫ জন।মৃত ৩জন। আলিপুরদুয়ার জেলায় গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন ৩১ জন। কোচবিহার জেলায় সুস্থ হয়েছেন ৯৬ জন। কালিংপং জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৯ জন। উত্তর দিনাজপুর জেলায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৭ জন। দক্ষিণ দিনাজপুরে ২০ জন। মালদায় ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অপরদিকে শিলিগুড়ি মহকুমার মাটিগাড়ায় আক্রান্তের সংখ্যা ১৬ জন। ফাঁসিদেওয়ায় আক্রান্তের সংখ্যা ৭ জন । খড়িবাড়িতে বিগত ২৪ ঘন্টায় আক্রান্ত হয়েছেন ২ জন। নকশালবাড়িতে করোনায় আক্রান্ত হয়েছে ১০ জন।
ফ্ল্যাশ মিডিয়া নিউজ এর তরফ থেকে আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ, মাস্ক ব্যাবহার ও শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি স্যানিটাইজার ব্যাবহার করা ভূলে যাবেন না,এই তিনটি সতর্কতা মূলক ব্যবস্থাই আপনাকে বাঁচাবে করোনা সংক্রমণের হার।