শিলিগুড়ি,৭মে,পরিমল রায়:শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় উদ্ধোধন করা হল মহিলা সহায়তা কেন্দ্র এবং শিলিগুড়ি থানার পুলিশ কর্মীদের জন্য ক্যান্টিন৷ বৃহস্পতিবার সন্ধ্যায় শিলিগুড়ি থানা চত্বরে ঐ মহিলা সহায়তা কেন্দ্র ও ক্যান্টিনের উদ্ধোধন করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার ডি.পি. সিং৷ করোনা পরিস্থিতি হোক বা অন্য কিছু রাজ্য পুলিশ প্রসাশন সর্বদা তৎপর মানুষকে সমস্ত রকম পরিসেবা দিতে৷
করোনা অতিমারীর দিনগুলতে শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে যেমন করোনা সচেতনতার অভিযান চলছে ঠিকতেমনই মানুষকে করোনা নিয়ে আতঙ্কিত না হয়ে সজাগ থাকার বার্তা দেওেয়া হচ্ছে। তার পাশাপাশি পুলিশ শহরের মহিলাদের সুরক্ষার কথাও ভাবছে৷
মহিলাদের সুরক্ষা ও আইনি সহায়তার জন্য বৃহস্পতিবার শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের শিলিগুড়ি থানায় উদ্ধোধন করা হয় এই women help desk বা মহিলা সহায়তা কেন্দ্র৷একই সঙ্গে উদ্ধোধন করা হয় শিলিগুড়ি থানার পুলিশ কর্মীদের জন্য একটি ক্যান্টিনের৷ এদিন দুটি কর্মসূচীর উদ্ধোধন করে শিলিগুড়ির পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রতাপ সিং বলেন,শিলিগুড়ি পুলিশ সদা তৈরী সাধারন মানুষকে সঠিক সহায়তা প্রদান করতে ৷ আর করোনার কালে বাইরের খাবার না খেয়ে পুলিশকর্মীরা থানার ক্যান্টিনেই খাবার খাবে এটা ভালো উদ্যোগ।