শিলিগুড়ি,১০জুন,ফ্ল্যাশ মিডিয়া নিউজ: রাজ্যে ধীরে ধীরে শিথিল হচ্ছে করোনার প্রকোপ। কিন্তু চিন্তা বাড়চ্ছে মারণ ভাইরাস ব্ল্যাক ফাঙ্গাস। বুধবার রাজ্যে মিউকরমাইকোসিসে মৃত আরও ৩। মিউকরমাইকোসিসের উপসর্গ নিয়ে মৃত এক।
স্বাস্থ্য দফতরের রিপোর্ট বলছে, বুধবার রাজ্যে নতুন করে ২ জনের শরীরে নিশ্চিত ভাবে ব্ল্যাক ফাঙ্গাস মিলেছে। আগে যে ৫ জনের শরীরে মিউকরমাইকোসিসের উপসর্গ ছিল তাঁদেরও নিশ্চিত ভাবে মিউকরমাইকোসিসে আক্রান্ত বলা হয়েছে। বর্তমানে রাজ্যে মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর সংখ্যা ৪৫ জন। পাশাপাশি বুধবার ৬ জন রোগীর শরীরে মিলেছে উপসর্গ। এখন পর্যন্ত রাজ্যে মিউকরমাইকোসিসের উপসর্গযুক্ত আক্রান্ত রোগীর সংখ্যা ৯৩ জন।বুধবার রাত পর্যন্ত মিউকরমাইকোসিসে আক্রান্ত যে ৩ জনের মৃত্যু হয়েছে, তাঁরা সকলেই পুরুষ বলে স্বাস্থ্য দফতর জানিয়েছে।
রাজ্যে এখনও পর্যন্ত মিউকরমাইকোসিসে মোট মৃত্যু হল হল ১১ জনের। উপসর্গযুক্ত রোগীর মৃত্যুর সংখ্যা ১৯ জন। মারণ ভাইরাস ব্ল্যাক ফাঙ্গাসকে যথেষ্ট গুরুত্ব দিচ্ছে কেন্দ্র। ইতিমধ্যে রাজ্যগুলোতে সতর্কতা জারি হয়েছে। মিউকরমাইকোসিসে আক্রান্ত রোগীর চিকিৎসার জন্য কোন কোন ওষুধ, কত পরিমাণে ব্যবহার করতে হবে, তাও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। রাজ্যগুলোকে দেওেয়া হয়েছে সমস্ত রকমের সাহায্যের আশ্বাস।