জহিরুল হক,১২জুলাই, শিলিগুড়ি: সরকারি করোনা বিধি মেনেই রথযাত্রা পালন করলেন শিলিগুড়ি ইসকন মন্দির কতৃপক্ষ। রথ যাত্রার আনুষ্ঠানিক উদবোধন করলেন শিলিগুড়ির পুলিশ কমিশনার আইপিএস গৌরব শর্মা।
সময় তখন সকাল ১১ টা। প্রদীপ জালিয়ে, জগন্নাথ, বলরাম ও সুভদ্রার মাসির বাড়ির যাত্রার শুভ সূচনা করেন শিলিগুড়ির পুলিশ কমিশনার গৌরব শর্মা। পুজো সেরে, ঝাড়ু হাতে রথের পথ ঝাড় দিতেও দেখা যায় তাকে। এরপর রথের দড়ি ধরে শুভ রথযাত্রার সূচনা করেন তিনি। উপস্থিত ভক্তবৃন্দ সহ শহরবাসীর শুভকামণা করে আইপিএস গৌরব শর্মা বলেন, আমার জীবনের বড় পাওনা হিসেবে রয়ে গেল এই দিনটি। রথযাত্রার উদবোধনে এসে আমি ধন্য হয়েছি। এই শুভদিনে সকল শহরবাসী সুস্থ-সবল জীবনজাপন করুক, এই কামণাই করি। ইসকন মন্দিরের পক্ষ থেকে নামকৃষ্ণ দাস বলেন, গতবছরের মত এবছরেও মন্দির চত্বরেই রথযাত্রা পালন করা হবে। ভক্তদের মন্দিরে প্রবেশে নিষেধাজ্ঞা রয়েছে। মন্দিরের সোস্যাল সাইটে, ভার্চুয়াল রথযাত্রা সকলেই উপভোগ করতে পারবেন। যে সমস্ত ভক্তরা ভেতরে রয়েছেন তাদের শারীরিক দূরত্ব, মাস্ক ব্যবহার এবং স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে।