শিলিগুড়ি,১৯মে,প্রসেনজিৎ রাহা,জয়া রায় : শিলিগুড়ি ইসকন এবার মানুষের পাশে। বর্তমানে করোনা মহামারি যে আকার ধারণ করেছে তবে একটা বিষয় বলা যেতেই পারে বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থা থেকে শুরু করে জনজীবন।অতিমারী করোনার দাপটে ইতিমধ্যেই বিপর্যস্ত গোটা দেশ।বাদ যায়নি শহর শিলিগুড়িও।
প্রতিদিন গোটা দেশের পাশাপাশি পশ্চিমবঙ্গেও বাড়ছে করোণা আক্রান্তের সংখ্যা। অনেকে পরিবারসহ করোণায় আক্রান্ত হচ্ছেন। তাদের পক্ষে বাজারহাট করে রান্না করে খাওয়া সম্ভব হচ্ছে না। আর ঐ সমস্ত মানুষদের কে খুঁজে বের করে দুই বেলা দুই মুঠো খাবার পৌঁছে দেওয়ার চেষ্টা চালাচ্ছে শিলিগুড়ি ইসকন মন্দিরের প্রভুরা।
করোনা আক্রান্ত হয়ে যারা বাড়ীতে রয়েছেন তাদের হাতে দুপুরের খাবার পৌঁছে দিতে দেখা গেল ইসকন মন্দিরের প্রভুদের।
শিলিগুড়ি ইসকনের সম্পাদক নামকৃষ্ণ দাস জানান গত আট তারিখ থেকে শিলিগুড়ি শহরের প্রায় শতাধিক পরিবারের হাতে পুষ্টিকর খাদ্য সমগ্রি তুলে দিচ্ছেন তারা। লক্ষ্য একটাই, মানুষের পাশে থাকা, মানুষের সমস্যায় এগিয়ে যাওয়া। প্রতিটি মানুষের মধ্যেই রয়েছে ঈশ্বর, আর সেই কারণেই মানুষের পাশে যতটা সম্ভব দাঁড়ানোর চেষ্টা করছেন শিলিগুড়ি ইসকন এর প্রভুরা।