Monday, December 11, 2023
Home দেশ ফের যাত্রা শুরু করতে চলেছে জেট এয়ারওয়েজ দিল্লি-মুম্বই রুটে উড়বে প্রথম বিমান

ফের যাত্রা শুরু করতে চলেছে জেট এয়ারওয়েজ দিল্লি-মুম্বই রুটে উড়বে প্রথম বিমান

ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক, ১৪সেপ্টেম্বর, দিল্লী: ফের যাত্রা শুরু করতে চলেছে জেট এয়ারওয়েজ। প্রায় বছর তিনেক পর আবারও দেশের আকাশে ডানা মেলবে নীল-সাদা বিমান। আগামী বছরের শুরুতেই পরিষেবা শুরু করতে চলেছে সংস্থাটি। দিল্লি-মুম্বই রুটে উড়বে প্রথম বিমান।

ঋণের ভারে দেউলিয়া হয়ে গিয়েছিল দেশের একসময়ের অন্যতম বড় বিমান সংস্থা জেট এয়ারওয়েজ। ফলে ২০১৯ সালের এপ্রিল মাস থেকেই বন্ধ হয়ে যায় উড়ান। কিন্তু এবার আশার কথা শোনাচ্ছেন সংস্থার নতুন মালিকেরা। তাঁরা আশাবাদী, আগামী বছর থেকেই নয়া অবতারে ফিরতে পারে জেট এয়ারওয়েজ।

তবে মুম্বইয়ের বদলে এবার নয়াদিল্লিতে সদর দপ্তর হবে সংস্থাটির। সূত্রের খবর, ২০২১-এর ত্রৈমাসিকের মধ্যেই নতুন রূপে ফিরতে চলেছে জেট এয়ারওয়েজ। আর্থিক সমস্যায় জর্জরিত বিমান সংস্থার পুনর্গঠনের জন্য গঠিত কনসর্টিয়াম সোমবার একথা ঘোষণা করেছে, চলতি বছরের জুনে জেট এয়ারওয়েজ পুনর্গঠনের জন্য জালান-কালরক গোষ্ঠীর তরফে পরিকল্পনায় সায় দিয়েছিল জাতীয় কোম্পানি আইন ট্রাইবুনাল বা NCLT।

জেট এয়ারওয়েজ সংস্থার নতুন মালিক সংযুক্ত আরব অমিরশাহীর ব্যবসায়ী মুরালিলাল জালান ও লন্ডনের কারলক ক্যাপিটল। একসময় যাত্রীসংখ্যার হিসেবে দেশের সবচেয়ে বড় উড়ান সংস্থা ছিল জেট এয়ারওয়েজ। কিন্তু প্রায় ৪৫ হাজার কোটি টাকার ঋণের দায়ে দেউলিয়া হয়ে ২০১৯ সালের ১৭ এপ্রিল বন্ধ করে দিতে হয় উড়ান।

কিন্তু এবার দেশীয় ও আন্তর্জাতিক দুই ধরনের উড়ানই নতুন করে শুরু করতে চাইছে জেট। প্রথমে নতুন নামে উড়ান শুরু করার পরিকল্পনা নেওয়া হয়েছিল। কিন্তু জেট এয়ারওয়েজের ব্র্যান্ড ভ্যালুর কথা মাথায় রেখে পুরনো নামই রেখে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

করোনা মহামারীর জেরে জোর ধাক্কা খেয়েছে গণপরিবহণ। বিশেষ করে, মন্দার মারে ধুঁকতে থাকা বিমানসংস্থাগুলির অবস্থাও হয়ে উঠেছে শোচনীয়। লকডাউন পর্বে বিক্রি হওয়া টিকিটের দাম এখনও গ্রাহকদের ফেরত দেয়নি তারা বলেও অভিযোগ। এহেন পরিস্থিতিতে আবার বাজারে পুরনো মেজাজে ফিরতে কি সক্ষম হবে জেট এয়ারওয়েজ, তা সময়ই বলবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments