Friday, December 1, 2023
Home উত্তরবঙ্গ মোদির মন্ত্রিসভায় জন বারলা ও নিশিথ প্রামাণিক

মোদির মন্ত্রিসভায় জন বারলা ও নিশিথ প্রামাণিক

ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৮জুলাই, দিল্লী: আগে ছিল ২। এবার হল চার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঘোষণা করা নতুন কেন্দ্রীয় মন্ত্রিসভায় বাংলার ১৮ জন সাংসদের মধ্যে জায়গা পেলেন চারজন। আর এই চারজনকেই বাছাই করা হয়েছে সুপরিকল্পিতভাবে চব্বিশের লোকসভা ভোটের কথা মাথায় রেখে বলেই ধারনা ওয়াকিবহাল মহলের।

মন্ত্রীসভায় স্থান পেয়েছেন জন বারলা। বাংলা ভাগের দাবি জানানো বিতর্কিত এই সাংসদকে এবার কেন্দ্রে মন্ত্রী করছে BJP। বারলাকে মন্ত্রী করলে দলের বিরুদ্ধে বিচ্ছিন্নতাবাদী শক্তিকে মদত দেওয়ার অভিযোগ উঠবে, জেনেও ঝুঁকি নিচ্ছেন মোদি-শাহ। আসলে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকা বিশেষ করে তরাই-ডুয়ার্সে চরম জনপ্রিয় বারলা। তাঁর নেতৃত্বেই আলিপুরদুয়ারের সবকটি বিধানসভা জিতেছে বিজেপি।তাছাড়া, উত্তরবঙ্গে বিজেপির আদিবাসী মুখ তিনি। চব্বিশের নির্বাচনে উত্তরবঙ্গে উনিশের লোকসভা এবং একুশের বিধানসভার ফলাফলের পুনরাবৃত্তি করতে বারলার এই জনপ্রিয়তাকেই কাজে লাগাতে চায় গেরুয়া শিবির।

অপরদিকে মন্ত্রিত্বে স্থান পেয়েছেন
নিশীথ প্রামাণিক। গত লোকসভা নির্বাচন থেকেই উত্তরবঙ্গে ভাল ফল করে আসছে বিজেপি। এবারের বিধানসভাতেও নিশীথের জেলা কোচবিহার-সহ গোটা উত্তরবঙ্গে রাজ্যের অন্যান্য প্রান্তের তুলনায় গেরুয়া শিবির ভাল ফল করেছে। তাই নিশীথ প্রমাণিককে এর পুরস্কার দিলেন মোদি-শাহরা।

আসলে লোকসভায় বাংলা থেকে উনিশের ফলাফলের পুনরাবৃত্তির জন্য উত্তরবঙ্গে ভাল ফল করাটা বিজেপির জন্য বিশেষ জরুরি। সেকারণেই উত্তর থেকে জোড়া কেন্দ্রীয় মন্ত্রী করা হচ্ছে বলে মত ওয়াকিবহাল মহলের। অপরদিকে মন্ত্রিত্ব পেয়েছেন শান্তনু ঠাকুর। বিধানসভা ভোটে উত্তর ২৪ পরগনা-সহ গোটা রাজ্যে খারাপ ফল করলেও মতুয়া অধ্যুষিত বেশ কয়েকটি আসন ধরে রাখতে পেরেছে বিজেপি। মতুয়া অধ্যুষিত নদিয়ার আসনগুলির বেশিরভাগও গিয়েছে বিজেপির দখলেই।

২০২৪ লোকসভার আগেও মতুয়া ভোট বিজেপির জন্য জরুরি। কারণ, রাজ্যের অন্তত ৩ থেকে ৫ কেন্দ্রে মতুয়াদের প্রভাব রয়েছে। সম্ভবত সেকারণেই মতুয়াদের প্রতিনিধি হিসেবে শান্তনু ঠাকুরকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় জায়গা দেওয়া হল। অপরদিকে মোদির মন্ত্রিসভায় স্থান পেয়েছেন
ডাঃ সুভাষ সরকার।রাজ্যের পশ্চিমাঞ্চল তথা জঙ্গলমহলে উনিশের লোকসভা ভোটের আগে ভালই প্রভাব বিস্তার করেছিল বিজেপি।

কিন্তু একুশের মমতা ঝড়ে কার্যত এলোমলো হয়ে যায় গেরুয়া সংগঠন। জঙ্গলমহলের কর্মীদের চাঙ্গা করতে এবার পশ্চিমাঞ্চলের প্রতিনিধি হিসেবে সুভাষ সরকারকে মন্ত্রিসভায় জায়গা দিল বিজেপি। সংঘের ঘনিষ্ঠ লোক হওয়ার পাশাপাশি জনসেবার জন্যও জঙ্গলমহলে বেশ নামডাক আছে সুভাষবাবুর। তাঁর হাত ধরেই জঙ্গলমহলে উনিশের ফলাফলের পুনরাবৃত্তি চাইছে বিজেপি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

একের পর এক বেআইনি নির্মাণ ভাঙা হচ্ছে শিলিগুড়িতে।

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি ২৫ নভেম্বরঃ ফের অবৈধ নির্মাণ ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগমএকের পর এক শহরে গজিয়ে ওঠা অবৈধ নির্মাণের বিরুদ্ধে সরব হয়েছে শিলিগুড়ি...

ভয়া*বহ আ*গুন আসানসোলের কুলটি স্টেশনে।

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ শনিবার সকালে ভয়াবহ আগুন লেগে গেল আসানসোলের কুলটি স্টেশনে। আসানসোল রেল ডিভিশন সূত্রে দাবি, এই ঘটনায় কোন হতাহতের খবর...

এ এক আশ্চর্য রহস্য! জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমান!

নিজস্ব সংবাদদাতা, কলকাতা ২৫ নভেম্বরঃ মধ্যপ্রাচ্যের আকাশে জিপিএস সিগন্যাল হারিয়ে ফেলছে ভারতীয় বিমানগুলো, ঘনাচ্ছে রহস্য।এ এক আশ্চর্য রহস্য! মধ্যপ্রাচ্যের আকাশে ওড়ার সময় অনেক ক্ষেত্রেই জিপিএস...

গোষ্ঠীকোন্দল মেটাতে বঞ্চিত’দের কাছে টানলেন মমতা!

নিজস্ব সংবাদদাতা,কলকাতা ২৪ নভেম্বরঃ 'বঞ্চিত’দের কাছে টানলেন মমতা, লোকসভার আগে গোষ্ঠীকোন্দল মেটাতে আসরে তৃণমূল নেত্রী।সামনেই লোকসভা ভোট। তাঁর আগে জেলায় জেলায় কর্মীদের অন্তর্কলহ প্রকাশ্যে...

Recent Comments