ফ্ল্যাশ মিডিয়া নিউজ ডেস্ক,৬আগস্ট,ইসলামপুর: একটি বেসরকারী বাস পথে নামতে দিচ্ছেননা বাস মালিকদের সংগঠন, এই সংক্রান্ত খবর সংগ্রহ করতে গিয়ে আক্রান্ত সাংবাদিক। ঘটনাটি ঘটল উত্তর দিনাজপুর জেলার ইসলামপুর থানার ইসলামপুর বাস টার্মিনাস সংলগ্ন এলাকায়। এই ঘটনায় এলাকা জুড়ে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।
আহত অবস্থায় ওই সাংবাদিককে উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে ইসলামপুর মহকুমা হাসপাতালে তার চিকিৎসা চলছে। খোকন দাস নামে এক বেসরকারি বাসের মালিকের বাস পথে নামাতে সমস্যার সৃষ্টি করেছিলেন ইসলামপুর বেসরকারি বাস ইউনিয়নের সেক্রেটারি উদয় ভৌমিক বলে অভিযোগ ওঠে। এবং বিভিন্নভাবে ওই বাস মালিক কে অপদস্ত করতেন উদয় ভৌমিক বলেও অভিযোগ করেন খোকন দাস।
এই সমস্ত বিষয় সাংবাদিক দীপঙ্কর দের কাছে অভিযোগ করেন বাস মালিক খোকন দাস। সেই বিষয়ে খবর সংগ্রহ করতে উদয় ভৌমিক এর কাছে যান সাংবাদিক দীপঙ্কর দে। এই বিষয়ে অভিযুক্ত উদয় ভৌমিক কে প্রশ্ন করা হলে সাংবাদিক দীপঙ্কর দে কে উদয় বাবু ধাক্কাধাক্কি করেন ও আচমকা ব্যাপক মারধর শুরু করে।মারধরের ফলে গুরুতর জখম হন ওই সাংবাদিক।
তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ইসলামপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয় চিকিৎসার জন্য। এবং বর্তমানে তার চিকিৎসা চলছে ইসলামপুর মহকুমা হাসপাতালে। খবর পেয়ে হাসপাতালে ছুটে আসে ইসলামপুর থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অপরদিকে সাংবাদিক নিগ্রহের ঘটনায় ধিক্কার জানিয়েছে উত্তরবঙ্গের প্রতিটি সাংবাদিকদের সংগঠন।