শিলিগুড়ি,৮মে, ফ্ল্যাশ মিডিয়া নিউজ:টানা তিনদিন যাবৎ চার লক্ষের বেশি করোনা সংক্রমণ হচ্ছে দেশে। মৃত্যুর সংখ্যাও নামছে না। গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ১ হাজার ৭৮ জন। বিগত ৩ দিনের তুলনায় কিছুটা কম হলেও ৪ লক্ষের গন্ডি ছেড়ে নামছেই না দৈনিক সংক্রমণ।
দেশের মোট আক্রান্তের সংখ্যা বৃদ্ধিতে প্রথম সারির অন্যতম রাজ্যগুলির মধ্যে রয়েছে মহারাষ্ট্র। সেখানে গত ২৪ ঘণ্টাতেই আক্রান্ত হয়েছেন ৫৪ হাজার ২২ জন। দেশে মোট আক্রান্তের সংখ্যা যার ফলে গিয়ে দাঁড়িয়েছে ২ কোটি ১৮ লক্ষ ৯২ হাজার ৬৭৬ জন। এদিকে গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গিয়েছেন ৪ হাজার ১৮৭ জন। দৈনিক মৃত্যুতে এখনও পর্যন্ত যা সর্বোচ্চ।করোনায় এখনও পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২ লক্ষ ৩৮ হাজার ২৭০ জনের। শনিবার করোনা থেকে সুস্থ হয়েছেন ৩ লক্ষ ১৮ হাজার ৬০৯ জন। ফলে মোট সুস্থের সংখ্যা ১ কোটি ৭৯ লক্ষ ৩০ হাজার ৯৬০ জন। দেশে সক্রিয় রোগীর সংখ্যা ৩৭ লক্ষ ২৩ হাজার ৪৪৬ জন। করোনা আক্রান্ত প্রথম সারির দশটি রাজ্যের মধ্যে শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, দিল্লি ও কেরল। দেশের মোট আক্রান্তের প্রায় ৭২ শতাংশই এই রাজ্যগুলিতে।এদিকে করোনার বাড়বাড়ন্ত রুখতে আজ থেকে ১৪ দিনের লকডাউন শুরু হচ্ছে কেরলে। সোমবার থেকে ১৪ দিনের লকডাউন ঘোষণা করেছে তামিলনাড়ু ও কর্ণাটকও।
রাজ্যে নতুন করে করোনা আক্রান্তের সংখ্যায় রাশ টানতে কেরালা-য় আজ থেকে লকডাউন শুরু হয়েছে। গোটা রাজ্যে সকাল ৬টা থেকে শুরু হওয়া কঠোর লকডাউনের বিধি নিষেধ বলবত থাকবে ১৬ই মে পর্যন্ত। বলে কেরলের মুখ্যমন্ত্রী পিনারাই বিজয়ন জানিয়েছেন,করোনা সংক্রমণ-এর ক্রমবর্ধমান হারের প্রেক্ষিতে কর্ণাটক-এও দু’সপ্তাহের লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল এক নির্দেশিকা-য় বি.এস ইয়েদুরাপ্পা সরকার জানায়,আগামী সোমবার সকাল ৬ টা থেকে ২৪ শে মে পর্যন্ত লকডাউন বলবত থাকবে। অপরদিকে বিহারে ও সিকিমেও চলছে লকডাউন। আর বাংলায় আংশিক।