জহিরুল হক, ১৭সেপ্টেম্বর,শিলিগুড়ি: ফেসবুকে ফাঁদ পেতে নাবালিকাকে অপহরন।বিহার থেকে উদ্ধার নাবালিকা।গ্রেপ্তার অভিযুক্ত যুবক।ফেসবুকে প্রেম,তার পরেই নিখোজ নাবালিকা। অবশেষে পুলিশের তৎপরতায় বিহার থেকে উদ্ধার হল সেই নাবালিকা।অপহরনের অভিযোগে গ্রেপ্তার অভিযুক্ত রুদল কুমার। অপহরণ হয়েছিল শিলিগুড়ির সুর্যসেন কলোনীর বাসিন্দা ১৪ বছরের এক নাবালিকা।
ঐ নাবালিকার সাথে ফেসবুকের মাধ্যমে পরিচয় হয় বিহারের বাসিন্দা ১৯ বছরের রুদল কুমারের সঙ্গে।পরবর্তিতে ৩০ শে আগস্ট হঠাৎ নিখোজ হয়ে যায় ওই নাবালিকা।নিখোজ হবার পর এন জে পি থানায় লিখিত অভিযোগ জমা পরলে শুরু হয় নাবালিকার খোঁজ।
তদন্তে নেমে পুলিশ জানতে পারে ফেসবুকের মাধ্যমে সে প্রেমের মাধ্যমে পাতা ফাদে পড়েছে।এর পর টাওয়ার লোকেশনের মাধ্যমে পুলিশ জানতে পারে যুবতি কোথায় রয়েছে।এরপর এনজেপি থানার পুলিশের একটি দল রওনা দেয় বিহারের উদ্যেশ্যে।দু দিনের লাগাতার প্রচেষ্টায় অবশেষে ১৬ই সেপ্টেম্বর শংকরপুর থানার দমগাড়া থেকে উদ্ধার হয় সেই নাবালিকা।গ্রেপ্তার করা হয় রুদল কুমারকে।
কি উদ্যেশ্যে নাবালিকাকে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল তা জানার চেষ্টা চালাচ্ছে পুলিশ।শুক্রবার ধৃতকে জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।গোপন জবানবন্দীর জন্য নাবালিকাকেও আদালতে পাঠানো হয়।