প্রসেনজিৎ রাহা, ১২আগস্ট,শিলিগুড়ি: একধাক্কায় রাজ্যে অনেকটা কমল করোনায় মৃত্যু। মৃত্যুশূন্য কলকাতাও। কমেছে সংক্রমণও। সবমিলিয়ে ক্রমশ সুস্থ হচ্ছে গোটা রাজ্য। তবে গত ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, সংক্রমণের নিরিখে চিন্তায় রাখল উত্তর ২৪ পরগনা। বাড়ল দৈনিক সংক্রমণ। মৃত্যুর নিরিখে চিন্তা বাড়াচ্ছে নদিয়াও।
বুধবার সন্ধের স্বাস্থ্যদপ্তরের রিপোর্ট অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত হয়েছেন ৭০০ জন। বুধবার রাজ্যে করোনায় মৃত্যু হয়েছে ৬ জনের। একদিনে সুস্থ হয়েছেন ৭৪৬ জন। রাজ্যে কমেছে সংক্রমণের হার বা পজিটিভিটি রেটও। মঙ্গলবার এই হার ছিল ১.৮৫৮ শতাংশ। বুধবার তা কমে দাঁড়াল ১.৪৯ শতাংশ।
গত ২৪ ঘণ্টায় রাজ্যে ৪৭ হাজার ১১ জনের করোনা পরীক্ষা করা হয়েছে।গত ২৪ ঘণ্টায় রাজ্যে সর্বাধিক করোনা আক্রান্তের হদিশ মিলেছে উত্তর ২৪ পরগনা।উত্তর ২৪ পরগনায় বুধবার করোনায় আক্রান্ত হয়েছেন ৮৯ জন। দ্বিতীয় স্থানে রয়েছে কলকাতা, আক্রান্তের সংখ্যা ৭৮। তৃতীয় স্থানে রয়েছে দার্জিলিং জেলা, দার্জিলিং এ আক্রান্ত ৭১জন। সবমিলিয়ে রাজ্যের মোট কোভিড আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১৫ লক্ষ ৩৫ হাজার ৬৯৯ জন। তাঁদের মধ্যে সুস্থ হয়ে উঠেছেন ১৫ লক্ষ ৭ হাজার ২৭৮ জন।
এদের মধ্যে গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৭৪৬ জন। ফলে রাজ্যের সুস্থতার হার দাঁড়াল ৯৮.১৫ শতাংশ। কমেছে অ্যাকটিভ করোনা রোগীর সংখ্যা।এদিকে বুধবার রাজ্যে ৬ জনের মৃত্যু হয়েছে। সর্বাধিক মৃত্যুর সাক্ষী থাকল নদিয়া। নদিয়ায় মৃত্যু হয়েছে ৩ জনের। বাকিরা উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর এবং কালিম্পংয়ের বাসিন্দা। বুধবারের মৃত্যু নিয়ে রাজ্যে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৮ হাজার ২৫৮ জনে। বর্তমানে রাজ্যের মৃত্যুহার ১.১৯ শতাংশ। তবে রাজ্যে মৃত্যু কমলেও চিন্তায় রাখছে দৈনিক সংক্রমণ।