উজ্জ্বল দাস,৮জুলাই, আলিপুরদুয়ার:ফের বিজেপিতে ভাঙন, তৃণমূলে যোগ দিল ১০০ জন বিজেপি কর্মী। আলিপুরদুয়ার জেলার কুমারগ্রামে এবার বিজেপিতে ভাঙন । বুধবার বিকেলে কুমারগ্রাম ব্লকের নিউল্যান্ডস-কুমারগ্রাম-সংকোশ গ্রাম পঞ্চায়েতের ১০০ জন বিজেপি কর্মী তৃণমূল কংগ্রেসে যোগ দিয়েছেন। তৃণমূলের তরফে এমনটই দাবি করা হয়েছে।
বুধবার বিকেলে কুমারগ্রাম চা-বাগানে দলের অঞ্চল কার্যালয়ে নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দেন তৃণমূল নেতৃত্ব। এই যোগদান সভায় উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক লুইস কুজুর, চা-বাগান তৃণমূল কংগ্রেস মজদুর ইউনিয়নের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কিরণ ছেত্রী, তৃণমূল মহিলা কংগ্রেস নেত্রী তথা কুমারগ্রাম পঞ্চায়েত সমিতর সভাপতি মঞ্জিলা লামা, বিজেপি ছেড়ে সদ্য তৃণমূলে যোগ দেওয়া বিনোদ মিঞ্জ সহ অন্য নেতৃত্বরা।
এই বিষয়ে চা-বাগান তৃণমূল কংগ্রেসের কেন্দ্রীয় কমিটির সম্পাদক কিরণ ছেত্রী বলেন, ‘বিজেপি ছেড়ে ১০০ জন তৃনমূলে যোগ দিয়েছে। এই যোগদানের ফলে নিউল্যান্ডস-কুমারগ্রাম-সংকোশ গ্রাম পঞ্চায়েত এলাকায় দল আরও শক্তিশালী হল। নবাগতদের দলে বরণ করে নেওয়া হয়েছে।’ তৃণমূল কংগ্রেসের এসটি সেলের রাজ্য সাধারণ সম্পাদক লুইস কুজুর বলেন, ‘মমতা বন্দ্যোপাদ্যায়ের উন্নয়ন দেখে আগামীদিনে আরও অনেকেই দলে যোগ দেবেন।’