শিলিগুড়ি,২৩জুন,প্রসেনজিৎ রাহা: আলাদা রাজ্য করা হোক উত্তরবঙ্গকে। অথবা কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক অবহেলিত উত্তরবঙ্গকে। আলিপুরদুয়ারের বিজেপি সাংসদ জন বার্লার এই মন্তব্য ঘিরে ইতিমধ্যেই শোরগোল পড়ে গিয়েছে রাজ্য রাজনীতিতে। এবার তাঁর এই দাবিকে সমর্থন জানালেন উত্তরবঙ্গের আরো ২ বিজেপি বিধায়ক।
শিলিগুড়ির মাটিগাড়া-নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জির ও একই বক্তব্য, উত্তরবঙ্গ পৃথক রাজ্য হোক মানুষই তা চান। যদিও দল তাঁদের বক্তব্যকে সমর্থন করে না বলে সাফ জানিয়ে দিয়েছেন শিলিগুড়ি বিজেপি জেলা সভাপতি প্রবীণ আগরওয়াল।
বাংলা ভাগের দাবিদার বিজেপি সাংসদ, বিধায়কদের তীব্র ভাষায় কটাক্ষ করেছেন প্রাক্তন রাজ্যের পর্যটন মন্ত্রী তথা তৃণমূল নেতা গৌতম দেব।উত্তরবঙ্গের মানুষ বঞ্চিত, এখানে কোনও উন্নয়ন হয়নি। আর তাই উত্তরবঙ্গের মানুষেরই নাকি দাবি, এই অঞ্চলকে আলাদা রাজ্য করা হোক। এই দাবি নিয়ে সবার প্রথমে সোচ্চার হন উত্তরের সাংসদ জন বার্লা। এবার জন বার্লার সুরে সুর মেলালেন শিলিগুড়ির মাটিগাড়া নকশালবাড়ির বিজেপি বিধায়ক আনন্দময় বর্মন ও ডাবগ্রাম-ফুলবাড়ির বিজেপি বিধায়ক শিখা চ্যাটার্জি।
দুজনের বক্তব্য, আগে বাম সরকার এবং বর্তমানে তৃণমূল সরকার উত্তরবঙ্গে কোনও কাজ করেনি। তারা উত্তরবঙ্গকে বঞ্চিত করেই রেখেছে। শিখা চ্যাটার্জির অভিযোগ, ”সচিবালয় হিসেবে ‘উত্তরকন্যা’ তৈরি শুধুমাত্র আইওয়াশ করার জন্য। সেখানে শুধু আড্ডাই চলে, কোনও কাজ হয় না উত্তরকন্যায়।উত্তরবঙ্গকে পৃথক রাজ্য করলে খুবই ভালো, আর তা না হলে কেন্দ্রশাসিত অঞ্চল করা হোক উত্তরবঙ্গকে।
শিখা চ্যাটার্জী এবং আনন্দময় বর্মন বলেন এই দাবি উত্তরবঙ্গের মানুষের, আর সেটাই বলেছেন তাদের সাংসদ জন বার্লা। এদিকে, বিজেপিকে বাংলা ভাগ নিয়ে একহাত নিয়ে তৃণমূল নেতা গৌতম দেব বললেন, ”শান্ত বাংলাকে অশান্ত করার চক্রান্ত করছে বিজেপি এবং বিভিন্ন বিচ্ছিন্নতাবাদী শক্তি। মানুষ প্রতিবাদ করবে এবার রাস্তায় নেমে।