সৈয়দ নিজাম,২২জুলাই,মালবাজার: চাবাগানে কর্মরত অবস্থায় আচমকা বাজ পড়ে জখম হলেন ৬ জন মহিলা চা শ্রমিক। ঘটনাটি ঘটেছে মালবাজার মহকুমার মেটেলি ব্লকের ইংগু চাবাগানে। বুধবার দুপুর থেকেই আকাশ ছিলো বেশ পরিস্কার সাথে সূর্যের আলো ছিলো ঝলমলে। কিন্তু দুপুর পার হতেই গোধূলি বেলায় আকাশে হটাৎই মেঘ জমতে শুরু করে, শুরু হয় ঝোড়ো হাওয়া, সাথে মেঘের গর্জন।
বেলা ৪ টা নাগাদ চাবাগানে পাতা তোলার কাজ করছিলেন মহিলা চা শ্রমিকদের দল। আচমকাই আকাশ কাঁপিয়ে প্রচন্ড শব্দ সাথে আলোর ঝলকানি দিয়ে বাজ পড়ে। আর সেই বাজ পড়েই কল্পনা লেপচা, সঙ্গীতা ছেত্রী, সন্তু লেপচা, কবিতা রাউতিয়া, শশী রাই ও লীলাবতী ওরাওঁ নামে ছয় মহিলা চা শ্রমিক জখম হন। দ্রুত তাদের চা বাগান থেকে মঙ্গলবাড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর লীলাবতী ওরাওঁকে ছেড়ে দেওয়া হয়।
বাকি পাঁচ জনের অবস্থা গুরুতর থাকায় তাদের মালবাজার সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তর করা হয়। বর্তমানে সেখানেই তাঁদের চিকিৎসা চলছে।লীলাবতীর বাড়ি চাবাগানের মন্দির লাইন শ্রমিক মহল্লায়। বাকি ৫ জনের বাড়ি পাহাড় লাইন শ্রমিক মহল্লায়”। এই ঘটনায় সমগ্র চাবাগান জুড়েই চাঞ্চল্য ছড়িয়েছে।