শিলিগুড়ি,৩১মে,ফ্ল্যাশ মিডিয়া নিউজ: লাইভ সুইসাইড।প্রেমে প্রত্যাখ্যাত হয়ে হোয়াটসঅ্যাপে লাইভ করে সিলিং ফ্যানের হুকে কাপড় দিয়ে গলায় ফাঁস লাগিয়ে আত্মঘাতী হয়েছে এক কিশোর। মৃতের নাম শেখ আফতাব বয়স ১৭।বর্ধমানের মেমারি থানার স্কুলপাড়ায় তার আদি বাড়ি। থবে বর্ধমান শহরের কাঁটাপুকুরে মায়ের সঙ্গে ভাড়াবাড়িতে থাকত সে।
বর্ধমানের গিমটি ফটক এলাকার বছর ১৫–র এক কিশোরীর সঙ্গে তার ভাব–ভালোবাসার সম্পর্ক গড়ে উঠেছিল মাস ছ’য়েক ধরে। আফতাবের পরিবার ঐ কিশোরীর পরিবারকে বিয়ের প্রস্তাব দেয়। কিশোরীর মা প্রস্তাবে রাজি ছিলেন। কিন্তু, বাবা বেঁকে বসেন। কিশোরীর বাবা কোনওভাবেই আফতাব সঙ্গে মেয়ের বিয়ে দিতে রাজি ছিলেন না। আর এতেই আফতাব ভেঙে পড়ে।
রবিবার সন্ধ্যায় আফতাবের মা কাজে বেরিয়েছিলেন। সেই সময় সে কিশোরীর সঙ্গে হোয়াটসঅ্যাপে ভিডিওকল করে বিয়ের জন্য বোঝাতে যায়। কিন্তু, নাবালিকা তাতে রাজি হয়নি। এরপর ভিডিওকল চলাকালীনই সিলিং ফ্যানে কাপড় বেঁধে গলায় ফাঁস লাগিয়ে সে ঝুলে পড়ে। স্থানীয় বাসিন্দারা তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে পুলিসে খবর দেন। পুলিস দেহটি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠায়। কিশোর-কিশোরীর প্রেম ও লাইভ আত্মহত্যার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।